'মাঠের ভেতরে ও বাইরে রোনালদো ভিন্ন মানুষ'
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও দুর্নীতির অভিযোগের খবরটা নিজের টুইটারে শেয়ার দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের অধিনায়ক অ্যালেক্স মরগান। এই মাসেই হতে যাওয়া ফিফা গালা অনুষ্ঠানে দেখা হয়ে যেতে পারে দুইজনের। স্পোর্টস ইলাসট্রেটেডকে দেওয়া এক সাক্ষাৎকারে মরগান বলছেন, মাঠের রোনালদো আর মাঠের বাইরের রোনালদো এক মানুষ নন।
গত জুলাইয়ে রোনালদোকে নিয়ে করা একটি রিপোর্ট টুইটারে শেয়ার দিয়েছিলেন মরগান। সেই খবরের শিরোনাম ছিল, ‘রোনালদো ক্রীড়াজগতের দুর্নীতির আইকন’। এই রিপোর্টের প্রশংসা করেছিলেন মরগান।
মরগান বলছেন, টাকা দিয়েই সবকিছু সামাল দিয়েছেন রোনালদো, ‘ওই ঘটনার দিকে যদি তাকান, সেখানে শেষ পর্যন্ত টাকাই প্রভাব ফেলেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়নি আদালতে, তিনি খেলা চালিয়ে যাচ্ছে। তিনি একাই এরকম তারকা ফুটবলার নন যিনি টাকার জোরে এরকম করছেন। যেসব নারীরা এমন অভিযোগ আনছেন, তাদের পাশে থাকা উচিত সবার।'
মাঠের ভেতরে ও বাইরে রোনালদো দুই রকমের মানুষ, মানছেন মরগান, ‘মাঠে তিনি সেরা ফুটবলারদের একজন না সেটা আমি বলব না। কিন্তু এটার সাথে ব্যক্তিগত জীবনের সম্পর্ক নেই। মাঠে সে মানুষকে আনন্দ দেয়। মাঠের বাইরে তার জীবনটা ভিন্নও হতে পারে।’
মিলানে ফিফার গালা অনুষ্ঠানে দেখা হয়ে যাবে মরগান ও রোনালদোর। তখন কী করবেন মরগান? মরগান বলছেন, অন্য দশজন মানুষের মতোই রোনালদোর সাথে কথা বলবেন তিনি, ‘আমি অন্য সবার সাথে দেখা হলে যেভাবে কথা বলি, রোনালদোর সাথে দেখা হলেও সেভাবেই কথা বলবো।’