'৫০ বছর বয়সেও রোনালদো গোল করে যাবে'
ইউরো বাছাইপর্বে লিথুয়ানিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। দুর্দান্ত এই হ্যাটট্রিকে রোনালদো ছুটছেন নতুন রেকর্ডের দিকে। রোনালদোর সাবেক কোচ হোসে মরিনহো পর্তুগিজ টিভি চ্যানেল ইলেভেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, ৫০ বছর বয়সেও রোনালদো গোল করে যাবেন।
বয়স ৩৪ ছুঁইছুঁই, রোনালদোর খেলা দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। লিথুয়ানিয়ার বিপক্ষে চার গোল করে জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৩। ইরানের আলি দাইয়ির রেকর্ড ১০৯ গোল ছুঁতে বাকি আর মাত্র ১৬ গোল। এরই মাঝে ইউরোপিয়ান দেশগুলোর প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে ৯০ এর বেশি গোলের রেকর্ড করেছেন সিআর সেভেন।
পাঁচবারের ব্যালন ডি অর জয়ী সাবেক শিষ্য রোনালদোর এমন পারফরম্যান্স অবশ্য অবাক করেনি মরিনহোকে, ‘রোনালদো যা করে সেটায় আমি মোটেও অবাক হই না। ৩৪ বছর বয়সেও সে সেরা। সে সেরা ক্লাবে খেলে, তার লক্ষ্যটাও অনেক ওপরে। তার মানসিকতা ও রক্তেই এটা মিশে আছে। তাই অবাক হওয়ার কিছুই নেই।’
‘বুড়ো’ হয়ে গেলেও গোল করে যাবেন রোনালদো, বিশ্বাস মরিনহো, ‘সে অবিশ্বাস্য একজন ফুটবলার। সবসময় জয়ের কথাই ভাবে। যখন তার বয়স ৫০ হবে, ফিফা তাকে কোনো প্রীতি ম্যাচের জন্য ডেকে পাঠাবে। আমি নিশ্চিত সে ওই ম্যাচ খেলবে ও গোল করবে।’