• প্রীতি ম্যাচ
  • " />

     

    তিন বছর পর ব্রাজিল দলে গাবিগোল

    তিন বছর পর ব্রাজিল দলে গাবিগোল    

    অক্টোবরে সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন  গ্যাব্রিয়েল বারবোসা। ২০১৬ সালে কোপা আমেরিকা সেন্টানারিওতে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি।  নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস। দলে ফিরেছেন এভারটন।

    ২০১৬ সালে ইন্টার মিলান যোগ দিয়ে বারবোসার সময়টা গেছে হতাশার। মাত্র ৯ ম্যাচ খেলেই আবার ব্রাজিলে ফেরত যান। ২০১৮ সালে সান্তোসের হয়ে ধারে ব্রাজিলিয়ান লিগে শীর্ষ গোলদাতা হয়েছিলেন তিনি। এবারও ১৬ গোল নিয়ে শীর্ষ গোলদাতার স্থান ধরে রাখার দৌড়ে আছেন গাবিগোল। ধারাবাহিকতার পুরস্কারটাই পেলেন তিতের কাছ থেকে।

    শেষ প্রীতি ম্যাচে পেরুর কাছে হেরে ১৭ ম্যাচ অপরাজিত থাকার ধারা ভেঙেছে ব্রাজিলের। সে ম্যাচের স্কোয়াড থেকে মোট সাতটি পরিবর্তন এনেছেন এবার ব্রাজিল কোচ তিতে। জুভেন্টাসের দানিলোর জায়গা হয়েছে। মিডফিল্ডে বাদ পড়েছেন নাপোলির অ্যালান। ফরোয়ার্ডদের ভেতরে জায়গায় হয়নি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের।

    ব্রাজিল

    গোলরক্ষক

    এডারসন, ওয়েভারটন, সান্তোস

    ডিফেন্ডার

    দানি আলভেজ, রেনান লোদি , অ্যালেক্স সান্দ্রো, রদ্রিগো চাইও, মার্কিনহোস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, দানিলো

    মিডফিল্ডার

    কাসেমিরো, ম্যাথিউস হেনরিক, আর্থার, ফাবিনহো, লুকাস পাকেতা, কুতিনিয়ো

    ফরোয়ার্ড

    রবার্তো ফিরমিনো, নেইমার, রিচার্লিসন, গ্যাব্রিয়েল হেসুস, এভারটন, বারবোসা

    আগামী মাসের ১০ তারিখ সেনেগাল ও এর তিনদিন পর নাইজেরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দুইটি ম্যাচই হবে সিঙ্গাপুরে।