মেন্ডিকে নিয়ে করা টুইটে ফেঁসে যাচ্ছেন সিলভা
গত শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভা। এমন পারফরম্যান্সের পর অবশ্য বিতর্কে জড়ালেন এই পর্তুগিজ ফুটবলার। মজা করে একটি টুইট করেছিলেন। সেই টুইটেই হয়তো ফেঁসে যাচ্ছেন তিনি। সিলভার করা ওই টুইটটি বর্ণবাদী ছিল কিনা, সেটাই নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
ম্যাচ শেষে কৃষ্ণাঙ্গ এক শিশুর একটি ছবি পোস্ট করেছিলেন সিলভা। একই ছবিতে পাশে ছিল বিতর্কিত স্প্যানিশ বেকারি কোনগুইটোসের একটি কার্টুন ছবি। বর্ণবাদী প্রচারের জন্য অনেক আগে থেকেই বিতর্কের মুখে পড়েছে এই কোম্পানিটি। এই ছবিতে সিলভা ক্যাপশন দিয়েছিলেন, ‘বলুন তো এটা কে?’
মজা করে করা এই টুইটেই ফাঁসছেন সিলভা
যাকে নিয়ে এই পোস্ট, সেই মেন্ডি কিন্তু মোটেও কিছু মনে করেননি। উল্টো এই টুইটের জবাব দিয়েছিলেন হাসির ইমোজি দিয়েই। তবে সিলভার এই পোস্টে অনেকেই বর্ণবাদের গন্ধ খুঁজে পাচ্ছিলেন। বেশ সমালোচনার পর পোস্টটি সরিয়ে ফেলতে বাধ্য হন সিলভা।
পরে আরেকটি টুইটে সিলভা লিখেছেন, ‘আজকাল তো বন্ধুদের সাথে খানিকটা মজাও করা যায় না!’ সিলভা মজা করলেও ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য বেশ গুরুত্বের সাথেই নিয়েছে বিষয়টি। এই টুইট নিয়ে তদন্তও করা হবে।
মেন্ডি ও সিলভা একে অন্যের দারুণ বন্ধু। ২০১৬ সাল থেকে মোনাকোতে একসাথে খেলছেন। ২০১৭ সালে দুইজন যোগ দেন সিটিতে।