দিবালা-মার্টিনেজকেই আর্জেন্টিনার ভবিষ্যৎ বললেন স্কালোনি
পাউলো দিবালা ও লাউতারো মার্টিনেজ দুইজনই খেলেন সিরি আতে। দিবালা আছেন জুভেন্টাসে, মার্টিনেজ খেলেন ইন্টার মিলানের হয়ে। ক্লাব ভিন্ন হলেও আজ আর্জেন্টিনার হয়ে জুটি বাধছেন এই দুই ফরোয়ার্ড। জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, দিবালা-মার্টিনেজই আর্জেন্টিনার ভবিষ্যৎ।
ইন্টার মিলানের বিপক্ষে জুভেন্টাসের ২-১ গোলের জয়ের ম্যাচে গোল পেয়েছিলেন দিবালা-মার্টিনেজ দুইজনই। জাতীয় দলের জার্সি গায়ে এই জুটি সফল হবে বলে বিশ্বাস স্কালোনির, ‘আমার মনে হয় আগামী বহু বছর তারা দুজন দলে ডাক পাবে। দল যখন নতুন করে গড়ে উঠছে, তখন তাদেরকেই পতাকা উঁচিয়ে ধরতে হবে। দিবালা-মার্টিনেজ একে অন্যের খুব ভালো বন্ধু। তারাই আর্জেন্টিনার ভবিষ্যৎ। গত রবিবার ক্লাবের হয়ে তারা দুর্দান্ত খেলেছে। আশা করি জাতীয় দলের হয়েও তারা এমন পারফর্ম করবে।’
ইনজুরির ও নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনা দলে নেই অনেক নিয়মিত মুখ। জার্মানদের বিপক্ষে ম্যাচের আগে এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত স্কালোনি, ‘জার্মান দলের অনেকেই খেলবেন না ইনজুরির কারণে। আমাদের দলের অবস্থাটাও একই। এটা একটা চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত কারা একাদশে থাকে সেটা ম্যাচের আগেই জানা যাবে। দারুণ একটা ম্যাচ অপেক্ষা করছে।’