ব্রাজিল, আর্জেন্টিনা প্রীতি ম্যাচ সময়সূচী
আজ রাতে প্রীতি ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বাংলাদেশ সময় রাত ১২.৪৫টায় হবে খেলাটি। আগামীকাল প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিলও। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সেনেগালের বিপক্ষে খেলবেন নেইমাররা। একই স্টেডিয়ামে ১৩ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নাইজেরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। একই দিনে বাংলাদেশ সময় রাত ৮টায় স্পেনের ম্যানুয়েল মার্টিনেজ স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক
অগাস্টিন মার্চেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার
হুয়ান ফয়েথ, রেনজো সারাভিয়া, নিকোলাস অটামেন্ডি, জার্মান পেজেলা, মার্কো রোকো, ওয়াল্টার ক্যানেমান, নিকোলাস টালিয়াফিকো, লিওনার্দো বালের্দি।
মিডফিল্ডার
গুইদো রদ্রিগেজ, মাতিয়াস জারাচো, লিওনার্দো পারেদেস, নিকোলাস ডমিঙ্গেজ, রদ্রিগো ডি পল, মার্কো আকুনা, রবার্তো পেরেইরা, অ্যাঞ্জেল কোরেয়া, লুকাস ওকাম্পোস, এরিক লামেলা।
ফরোয়ার্ড
মাতিয়াস ভারগাস, নিকোলাস গঞ্জালেজ, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেজ, পাউলো দিবালা।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক
এডারসন, ওয়েভারটন, সান্তোস
ডিফেন্ডার
দানি আলভেজ, রেনান লোদি , অ্যালেক্স সান্দ্রো, রদ্রিগো চাইও, মার্কিনহোস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, দানিলো
মিডফিল্ডার
কাসেমিরো, ম্যাথিউস হেনরিক, আর্থার, ফাবিনহো, লুকাস পাকেতা, কুতিনিয়ো
ফরোয়ার্ড
রবার্তো ফিরমিনো, নেইমার, রিচার্লিসন, গ্যাব্রিয়েল হেসুস, এভারটন, বারবোসা