'মেসিকে কোচিং করালে আমার মাথাব্যথা শুরু হবে'
লিওনেল মেসিকে দলে চান না, এমন কোনো কোচ কি আছেন? প্রশ্নটা শুনে আপনি বলতে পারেন, এও কী সম্ভব! তবে রিয়াল সোসিয়েদাদ কোচ ইমানোল আগুয়াচিল কিন্তু এমনই একজন। আগুয়াচিল বলছেন, মেসিকে সোসিয়েদাদে চান না তিনি!
সোসিয়েদাদের মূল্যবোধের সাথে মেসির খাপ খাওয়াতে পারবেন না, জানালেন আগুয়াচিল, ‘ক্লাব হিসেবে সোসিয়েদাদের যে মূল্যবোধগুলো আছে, মেসি সেটার সাথে খাপ খাওয়াতে পারবে না।’
মেসিকে কোচিং করাতে গেলে মাথাব্যথা শুরু হবে আগুয়াচিলের, ‘মানবতা, মাটির কাছাকাছি থাকা, বড় ফুটবলারদের আসলে এসব মূল্যবোধ একদমই নেই। যদিও মেসিকে নিলে আমি অনেক ম্যাচ জিতব, কিন্তু সে আমাদের দলে থাকলে তাঁকে কোচিং করানোর সময় আমার মাথাব্যথা শুরু হবে।’
আগুয়াচিল অবশ্য এসব কথার পর মেসির প্রশংসা করতেও ভোলেননি, ‘মেসি অবশ্যই অবিশ্বাস্য একজন ফুটবলার। সে পায়ে বল পেলে অসাধারণ কিছু মুহূর্ত উপহার দেয়।’