• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    পাঞ্জাবের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফিরলেন কুম্বলে

    পাঞ্জাবের দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফিরলেন কুম্বলে    

    দুই বছর আগে অধিনায়ক বিরাট কোহলির সাথে দ্বন্দ্বে ভারতের জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল অনিল কুম্বলেকে। ২০১৭ সালের পর আবারো কোচিংয়ে ফিরছেন এই সাবেক ভারতীয় স্পিনার। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কুম্বলেকে। 

    আইপিএলে ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন কুম্বলে। পরে দলের মেন্টরের দায়িত্বও পান তিনি। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসেও একই দায়িত্ব দেওয়া হয় কুম্বলেকে। এবার পুরোদমে কোচ হিসেবেই পাঞ্জাবের সাথে যোগ দিচ্ছেন তিনি। পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক মোহিত বর্মণ নিশ্চিত করেছেন কুম্বলের নিয়োগের খবর। 

    আগামী ১৯ অক্টোবর টিম ম্যানেজমেন্টের সামনে নিজের প্রথম প্রেজেন্টেশন দেবেন কুম্বলে। আগামী আইপিএলে কুম্বলেই থাকবেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর একমাত্র ভারতীয় কোচ। 

    আগের মৌসুমে পাঞ্জাবের কোচ ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন। তার আগে তিন মৌসুমে ছিলেন তিনজন আলাদা কোচ। কোচ পরিবর্তন করেও ভাগ্য ফেরেনি পাঞ্জাবের। ২০১৫ মৌসুমে অষ্টম, ২০১৭ সালে পঞ্চম, ২০১৮ সালে সপ্তম ও এবারের আসরে পাঞ্জাব টুর্নামেন্ট শেষ করেছিল ষষ্ঠ অবস্থানে থেকে। ২০১৪ সালে শেষবার ফাইনালে খেলেছিল তারা, সেটাই আইপিএলে পাঞ্জাবের একমাত্র ফাইনাল। এর আগে ২০০৮ সালে সেমিতে উঠেছিল পাঞ্জাব।