মেসি-রোনালদো নয়, মরিনহোর চোখে ব্রাজিলের রোনালদোই সেরা
কে সেরা, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? এমন প্রশ্ন দেখা যায় হরহামেশাই। হোসে মরিনহোর সামনেও তোলা হয়েছিল প্রশ্নটা। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মরিনহো অবশ্য মেসি-রোনালদোর কাউকেই সেরা বলছেন না। লাইভস্কোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলছেন, প্রতিভা ও স্কিলের দিক দিয়ে তার চোখে ব্রাজিলিয়ান ফেনোমেনো রোনালদোই সেরা।
ব্রাজিলের রোনালদোকে মেসি-রোনালদোদের চেয়ে এগিয়ে রাখছেন মরিনহো, ‘ব্রাজিলের রোনালদো, মেসি ও ক্রিশ্চিয়ানোর ক্যারিয়ারটাও অনেক দীর্ঘ। তারা ১৫ বছর ধরে প্রতিদিনই নিজের সেরাটা দিয়ে যাচ্ছে। কিন্তু যদি প্রতিভা ও স্কিলের কথা বলতে হয়, তাহলে ব্রাজিলের রোনালদোকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না।’
রোনালদোকে আটকানোর সাধ্য কার?
ইনজুরিতে জর্জরিত না হলে রোনালদো আরও অনেক এগিয়ে থাকতেন, মানছেন মরিনহো, ‘যখন রোনালদো ববি রবসনের সাথে বার্সায় ছিল, তখনই আমার মনে হয়েছিল সেই সেরা। ইনজুরি তার ক্যারিয়ারের অনেকটা সময় নষ্ট করেছে। নাহলে রোনালদোর ক্যারিয়ার আরও বেশি অবিশ্বাস্য হয়ে পারতো। ১৯ বছর বয়সী একটা ছেলে যেভাবে খেলেছে, সেটা এক কথায় অসাধারণ।’
২২ বছর আগে রোনালদোর করা একটি গোল এখনো চোখে ভাসে মরিনহোর, ‘১৯৯৭ সালে পিএসজির বিপক্ষে খেলছিল বার্সা। রোনালদো সেই ম্যাচে একটা গোল করেছিল। সেটা দুর্দান্ত ছিল।’