• সিরি আ
  • " />

     

    রোনালদোর নামেই হবে স্পোর্টিং লিসবনের স্টেডিয়াম?

    রোনালদোর নামেই হবে স্পোর্টিং লিসবনের স্টেডিয়াম?    

    স্পোর্টিং লিসবনেই ক্রিশ্চিয়ানো রোনালদোর পেশাদার ফুটবলের হাতেখড়ি। ১৬ বছর আগে পর্তুগিজ ক্লাবটিকে ছেড়ে দিলেও আজও রোনালদো বিশেষ জায়গা দখল করে আছেন লিসবনে। ক্লাবটির প্রেসিডেন্ট ফেড্রিকো ভারানদাস এবার জানিয়েছেন, লিসবনের স্টেডিয়ামের নতুন নাম রাখা হতে পারে রোনালদোর নামেই। 

    লিসবনের বর্তমান স্টেডিয়ামের নাম এস্তাদিও হোসে আলভালাদ। ১৯৫৬ সালে প্রতিষ্ঠার সময় ক্লাবের প্রতিষ্ঠাতার নামে রাখা হয়েছিল স্টেডিয়ামটির নাম। এত বছরেও বদলায়নি সেটা। 

    যখন রোনালদো ছিলেন লিসবনে 

     

    লিসবন প্রেসিডেন্ট ভারানদাস জানিয়েছেন, স্টেডিয়ামের নতুন নাম রাখা হতে পারে রোনালদোর নামেই, ‘এরকম কিছু করা যায় কিনা সেটা আমরা ভাবছি। সেটা হলে আমরাই গর্বিত বোধ করব। ক্রিশ্চিয়ানো আজীবনই এই ক্লাবের একজন বড় প্রতীক হয়ে থাকবে। রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলারের নামের পাশে আমদের ক্লাবের নামটাও থাকে, এটা দারুণ একটা ব্যাপার।’

    লিসবনের যুব একাডেমীতে পাঁচ বছর কাটিয়েছিলেন রোনালদো। ২০০৩ সালে লিসবন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যান সিআর সেভেন। রোনালদো ক্লাবের সব তরুণ ফুটবলারদের জন্য আদর্শ হয়ে থাকুক, এটাই চান ভারানদাস, ‘আমাদের একাডেমীতে যারা খেলছে, আমরা চাই রোনালদো তাদের আদর্শ হোক। আমাদের তরুণদের জীবনে যেন রোনালদোর ছবিটা প্রতিফলিত হয়, এটাই আমাদের আশা।’