আবারও গোল মিসের মহড়া দিয়ে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
কাতারে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিকদের সাথে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও জিতলে পারলেন না ফাহিম মোরশেদরা। কুয়েতের যুবাদের বিপক্ষে একাধিক গোলের সুযোগ নষ্টের ম্যাচে বাংলাদেশের যুবারা হেরেছে ২-০ গোলের ব্যবধানে।
ম্যাচের ৩৬ মিনিটে কুয়েতকে এগিয়ে দেন অধিনায়ক আব্দুল আজিজ তারেক। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান বান্দার আলসালামা। ম্যাচের বাকি সময় দুই দলের আর কেউ গোল করতে না পারলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে কুয়েত।
ম্যাচের পর বাংলাদেশ দলের কোচ অ্যান্ড্রু পিটার টার্নার দলের ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় কিছুটা হতাশ, ‘এটা আসলে একটা হতাশার ম্যাচ। আমরা আগের ম্যাচের মতো ভালো খেলেছি। কিন্তু দুটি ভুলের জন্য হারতে হয়েছে। একটি ছিল পেনাল্টি হজম করা, এটা কোনভাবেই হওয়া উচিত হয়নি। দ্বিতীয় গোলটি হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায় বল হারানোর কারণে। অন্যদিকে আমাদের ফরোয়ার্ডরা নয়টার মতো সুযোগ নষ্ট করেছে। তাদের শট বারপোস্টে লেগেছে, গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি।’
কাতার ও কুয়েতের কাছে হারের থেকে শিক্ষা নিয়েই এএফসি বাছাইপর্বে ভালো কিছু করতে চান বাংলাদেশ দলের কোচ, ‘আমরা এই টুর্নামেন্ট থেকে আত্মবিশ্বাস নিয়ে যেতে চাই। দুই ম্যাচেই আমরা ভালো খেলেছি। কাতার দারুণ ফুটবল খেলেছে, তাদের বিশ্বসেরা একাডেমীও আছে। সেখানে তাদের তরুণ ফুটবলাররা ভবিষ্যতের জন্য গড়ে উঠছে। কুয়েত শারীরিকভাবে অনেক শক্তিশালী। এএফসি বাছাইপর্বটা একদমই সহজ হবে না। তবে আমরা যদি ভুল কমাতে পারি ও সুযোগগুলো কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব।’