• লা লিগা
  • " />

     

    স্পেনের জার্সি পরতে হবে বলে টুর্নামেন্ট বর্জন করল বার্সার যুব দল?

    স্পেনের জার্সি পরতে হবে বলে টুর্নামেন্ট বর্জন করল বার্সার যুব দল?    

    কাতালুনিয়ার স্বাধীনতায় বার্সেলোনার সমর্থনের কথাটা কারো অজানা নয়। এবার এই ইস্যুতে সামনে এলো নতুন বিতর্ক। কাতালুনিয়ার একটি রেডিও দাবি করেছেন, স্পেনের জার্সি পরে খেলতে হবে বলেই ২০১৯ ডানো নেশনস কাপের মূল পর্বে খেলার জন্য নিজেদের ফুটবলার পাঠায়নি বার্সা। 

    ২০০০ সাল থেকে চলে আসা ডানো নেশনস কাপকে ধরা হয় ১০ থেকে ১২ বছর বয়সী ফুটবলারদের সেরা টুর্নামেন্ট। দুই বছর আগে থেকে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে মেয়েদের জন্যও। এবার ছেলেদের বিভাগে অংশ নিয়েছে ২০টি ক্লাব, মেয়দের বিভাগে খেলেছে নয়টি। 

    এবারের টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বাছাইপর পার করে মূল পর্বে গেলে ক্লাবগুলোকে খেলতে হবে নিজেদের জাতীয় দলের জার্সি গায়েই। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠেছিল বার্সার অনূর্ধ্ব-১২ দল। কিন্তু অজানা কারণে এই সপ্তাহের শুরুতে হওয়া মূল পর্বে তারা খেলেনি। তাদের পরিবর্তে সেখানে খেলেছে ভিয়ারিয়াল। 

    কাতালুনিয়ার রেডিও ক্যাডেনা এসইআরের একটি অনুষ্ঠানে দাবি করা হয়েছে, যেহেতু স্পেনের জার্সি গায়ে মাঠে নামতে হবে, এজন্যই বার্সা অংশ নেয়নি, ‘বার্সার প্রেসিডেন্ট বলেছিলেন, তারা নিজেদের ক্লাবের জার্সি ছাড়া খেলবেন না। মূল পর্বে তাদের স্পেনের জার্সি পরেই খেলতে হতো। এটায় তারা রাজি ছিলেন না বলেই বার্সার দল বাছাইপর্ব পার করেও অংশ নেয়নি টুর্নামেন্টে।’ 

    কাতালুনিয়ার রেডিওর এমন খবর নিয়ে বার্সার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।