• লা লিগা
  • " />

     

    বার্সার সাথে আজীবনের চুক্তি করে নিজেকে 'বেঁধে' ফেলতে চান না মেসি

    বার্সার সাথে আজীবনের চুক্তি করে নিজেকে 'বেঁধে' ফেলতে চান না মেসি    

    বার্সেলোনাতেই লিওনেল মেসির পেশাদার ফুটবলের হাতেখড়ি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একটি ক্লাবেই খেলছেন এই আর্জেন্টাইন। মেসির সাথে কাতালান ক্লাবটির আজীবনের চুক্তির ব্যাপারে বহুবারই শোনা গেছে। যদিও আগামী মৌসুম থেকে চাইলেই ক্লাব ছাড়ার সুযোগ থাকছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে। আর্জেন্টাইন রেডিও ‘রেডিও মেট্রো’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তিনি বার্সার সাথে আজীবনের জন্য চুক্তি করে নিজেকে 'বেঁধে’ ফেলতে চান না। 

    রেডিও মেট্রোর একটি অনুষ্ঠানে মেসি বলেছেন, বার্সার সাথে আজীবনের চুক্তি করার ব্যাপারে বরাবরই আপত্তি ছিল তাঁর, ‘বার্সার পক্ষ থেকে আমাকে আজীবনের চুক্তি করতে বলা হয়েছি, যেমনটা তারা ইনিয়েস্তার সাথে করেছিল। এটা বলার পর আমি তাদের বলেছিলাম, আমি এরকম চুক্তি চাই না যা আমাকে বেঁধে ফেলবে। যদি আমি দিনশেষে এখানে সুখী না হই তাহলে এখানে থাকব না। আমি ভালো খেলতে চাই, লক্ষ্যগুলো পূরণ করতে চাই। শুধু চুক্তি আছে বলেই বার্সায় থাকবো, এমনটা চাই না। এজন্যই এই ব্যাপারটা আমার পছন্দ হয়নি। তবে আমি আজীবনই থেকে যেতে চাই।’ 

    নেইমারকে বার্সায় ফেরানোর ব্যাপারে মেসির আগ্রহের কথাটা অনেকবারই এসেছিল সংবাদমাধ্যমে। মেসি জানিয়েছেন, নেইমার ফিরে আসুক এটা ক্লাবের অনেকেই চান না, ‘নেইমারের সাথে এখনো আমার কথা হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নেইমার ও সুয়ারেজ কথা বলি। তাঁর এখানে ফিরে আসাটা একটু কঠিন ব্যাপার। ক্লাবের অনেকেই চায় না সে ফিরে আসুক। যদিও খেলার কথা বিবেচনা করলে সে ফিরে এলে দারুণ হতো।’ 

    ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে নিজের দ্বৈরথ নিয়ে আগেও বেশ কয়েকবার কথা বলেছেন মেসি। এবারও তিনি জানালেন, লা লিগায় রোনালদোর থাকলে সেটা আরও ভালো হতো দুইজনের জন্যই, ‘রোনালদোর লা লিগায় থাকাটা দারুণ ব্যাপার ছিল। ক্লাসিকোটা আরও বিশেষ রূপ নিতো এটার কারণে। লা লিগার ক্ষেত্রেও সেটা হতো। তাঁর উপস্থিতি লিগের মানকে আরও উপরে নিয়ে যেত।’