• সিরি আ
  • " />

     

    নাপোলিতে আসছেন ইব্রাহিমোভিচ?

    নাপোলিতে আসছেন ইব্রাহিমোভিচ?    

    কিছুদিন আগে গাঁজাতে দেলো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমভিচ বলেছিলেন, ৩৮ বছর বয়সে এসেও সিরি আতে খেললে প্রতি মৌসুমে ২০ গোল পাবেন তিনি। আর্জেন্টিনা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মতো নাপোলিতে খেলার আগ্রহের কথাও জানিয়েছিলেন। এবার নাপোলি কোচ কার্লো আনচেলত্তি বলছেন, ইব্রাকে নাপোলিতে আসার প্রস্তাব দেবেন তিনি নিজেই। 

    এই মৌসুমে মেজর সকার লিগে ২৯ টি গোল করেছেন ইব্রা। এবারের মৌসুম শেষেই এলএ গ্যালাক্সির সাথে চুক্তি শেষ হচ্ছে তাঁর। গুঞ্জন উঠেছে, আবারও সিরি আতে ফিরতে পারেন ইব্রা। ইব্রা নিজেই জানিয়েছিলেন, নাপোলির হয়ে একদিন খেলতে চান তিনি, ‘আমি ম্যারাডোনার তথ্যচিত্রটা দেখেছি। তাঁর মতো আর কেউ নেই। এটা দেখেই আমি নাপোলি শহরটার প্রেমে পড়ে গেছি। সেখানে খেলার ইচ্ছাও জেগেছে। ম্যারাডোনা যা করেছে সেটার পুনরাবৃত্তি ঘটাতে পারলে তো দারুণ হবে। আমি সেখানে গেলে সান পাওলো স্টেডিয়াম প্রতি ম্যাচেই পরিপূর্ণ থাকবে। আনচেলত্তিও দুর্দান্ত একজন কোচ।’ 

    যখন ইব্রা খেলতেন এসি মিলানে 

     

    ইব্রার এমন ইচ্ছা পোষণের পর আনচেলত্তি স্কাই ইতালিয়াকে বলছেন, তিনিও ইব্রাকে দলে চান, ‘আমি তো ইব্রাকে আজ রাতেই ফোন করব। তাকে বলব আমরা তাঁর জন্য অপেক্ষা করছি। তাকে আমি খুব পছন্দ করি। এবার সে ৩০ ম্যাচে ২৯ গোল করেছে। সে কী বলে আমার প্রস্তাবে, সেটা সবাইকে জানিয়ে দেবো।’ 

    ইব্রা এর আগে সিরি আতে খেলেছেন জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের হয়ে।