• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    বাংলাদেশের ভারত সফর নিয়ে সংশয় দেখছেন না সৌরভ

    বাংলাদেশের ভারত সফর নিয়ে সংশয় দেখছেন না সৌরভ    

    ১১ দফা দাবিতে সব ধরনের ক্রিকেটে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল ক্রিকেটারদের ঐ সংবাদ সম্মেলনের পর আগামী মাসের ভারত সফর নিয়েও দেখা দিয়েছে সংশয়। ইন্ডিয়া টুডেকে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, বাংলাদেশের ভারত সফর নিয়ে তিনি কোনো শঙ্কা দেখছেন না। তাঁর আশাবাদ, সঠিক সময়েই ভারতে যাবেন সাকিব-তামিমরা। 

    নিজেদের দাবি যতদিন পূরণ না হবে, সাকিবরা ততদিন ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবেন না। ভারত সফরের খুব বেশিদিন বাকি না থাকায় তাই সেই সিরিজ নিয়েও জেগেছে সংশয়। সৌরভকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে, তিনি হেসে উত্তর দিয়েছেন, বাংলাদেশের ভারত সফরের ব্যাপারে পূর্ণ আশাবাদী তিনি, ‘এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে তারা এটার সমাধান করে ভারতে আসবে।’ 

    সাকিব-তামিমদের ধর্মঘটের ঘোষণায় অনিশ্চিত ভারত সফর

     

    ভারত সফর যেন হুমকির মুখে না পড়ে, এজন্য সৌরভ কি বিসিবির সাথে কথা বলবেন? এমন প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়েছেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবেন না, ‘আমি বিসিবির সাথে কথা বলতে পারি। তবে ধর্মঘট ইস্যুটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। সেটায় আমার বলার কিছুই নেই।’ 

    এদিকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘট গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারতের বোর্ড, ‘বিসিসিআই এই ব্যাপারটা পর্যবেক্ষণ করছে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তাদের থেকে কোনও কিছু না শোনা পর্যন্ত আমরা মন্তব্য করতে পারি না।’

    সেই কর্মকর্তার বিশ্বাস, সৌরভের সাথে বিসিবি ও বাংলাদেশের ক্রিকেটারদের সুসম্পর্ক এই সমস্যা সমাধানে সাহায্য করবে, ‘ভারত-বাংলাদেশ সিরিজের একটা টেস্ট কলকাতায় হবে। এটা দুই দেশের সমর্থকদের কাছেই বিশেষ কিছু। ঢাকা থেকে অনেকেই সেখানে খেলা দেখতে যাবে। পরিস্থিতি যদি এমন হয় যে, বিসিসিআইয়ের প্রধান সৌরভকেই অনুরোধ করতে হয়, তাহলে বাংলাদেশ সেটা ফেলতে পারবে না।’