• সিরি আ
  • " />

     

    সারির অধীনে বদলে যাওয়া জুভেন্টাসে খুশি রোনালদো

    সারির অধীনে বদলে যাওয়া জুভেন্টাসে খুশি রোনালদো    

    মাউরিসিও সারির অধীনে এখন পর্যন্ত লিগের আট ম্যাচে জুভেন্টাস করেছে ১৫ গোল, চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচে গোল পাঁচটি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে লোকোমোটিভ মস্কোর মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনালদো বলছেন, সারির অধীনে বদলে গেছে জুভেন্টাস। আগে চেয়ে জুভেন্টাসের আক্রমণাত্মক ফুটবলেও খুশি সিআর সেভেন। 

    রোনালদো বলছেন, আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে তুরিনের ওল্ড লেডিরা, ‘এই মৌসুমের শুরু থেকেই আমরা আক্রমণাত্মক ফুটবল খেলছি। দল নতুন একটি নিয়মে এগিয়ে যাচ্ছে। সারি আমাদের যেভাবে খেলাতে চান সেটায় আমি খুব খুশি। আমার মনে হয় দলের মাঝে এখন আত্মবিশ্বাস অনেক বেশি। প্রতি সপ্তাহেই আমাদের উন্নতি হচ্ছে। জুভেন্টাসকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। এই মৌসুমে আমাদের অনেক কিছু পাল্টে গেছে, সেটা ভালোর জন্যই হয়েছে।’

    কিছুদিন আগেই ক্যারিয়ারের ৭০০ গোল ছুঁয়েছেন ৩৪ বছর বয়সী রোনালদো। এক প্রশ্নের জবাবে সিআর সেভেন বলছেন, বয়স শুধুই একটা সংখ্যা, ‘বয়স আমার কাছে শুধু একটা সংখ্যা মাত্র। আমি সেটা নিজের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করি। এরই মাঝে ৭০০ গোল পার হয়ে গেছে। তবে আমার কাছে দলই সবার আগে। নিজের গোল দিয়ে দলকে ট্রফি জেতাতে চাই। ব্যক্তিগত রেকর্ড তো আসবেই। জুভেন্টাসের উচিত বড় ক্লাবের মতো চিন্তা করা। আমরা এবার লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুটিই জিততে চাই।’  

    সংবাদ সম্মেলনে রোনালদোর পাশে বসা ছিলেন কোচ সারি। রোনালদো যেমন তাঁর প্রশংসায় পঞ্চমুখ, সারিও তেমন রোনালদোর স্তুতি গাইলেন, ‘রোনালদো দারুণ মানসিকতার একজন মানুষ। সে নিজের জন্য এমন কিছু লক্ষ্য ঠিক করে যা দলকেও সাফল্য এনে দেয়।’