• জাতীয় ক্রিকেট লিগ
  • " />

     

    বগুড়ায় শেষ দিনে আশরাফুলের সেঞ্চুরি

    বগুড়ায় শেষ দিনে আশরাফুলের সেঞ্চুরি    

    বরিশাল ৭২.৪ ওভারে ৩১২/৪৫ ডিক্লে

    ঢাকা মেট্রো ১২ ওভারে ৩৪/০ ডিক্লে

    ফলঃ ম্যাচ ড্র


    বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম দিন। বগুড়ায় বরিশাল ও ঢাকা মেট্রোর ম্যাচের শেষ দিন ছিল ব্যাটিং অনুশীলনের উপলক্ষ। সেই সুযোগটা ভালোমতোই কাজে লাগিয়েছেন মোহাম্মদ আশরাফুল, শেষ দিনে ঠিক ১৫০ রান করে হয়েছেন ম্যাচসেরা।

    ব্যাট করতে নেমে শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে থাকে বরিশাল। শাহরিয়ার নাফীস অবশ্য টেকেননি বেশিক্ষণ, ফিরে গেছেন ১৬ রান করে। তবে অন্যপাশে আশরাফুল ছোটাচ্ছিলেন স্ট্রোকের ফুলঝুর। মাত্র ৪১ বলে পেয়ে গিয়েছিলেন ফিফটি, ১৫ ওভারের মধ্যে বরিশাল পাঁচ রান রেটে তুলে ফেলেছিল ৭৪ রান। ফজলে মাহমুদ অবশ্য বেশিক্ষণ টেকেননি, ফিরে গেছেন ১৮ রানে। শুন্য রানে ফিরেছেন নুরুজ্জামান, লাঞ্চের আগে ৩ উইকেট হারিয়েছে বরিশাল।

    একদিক থেকে উইকেট যেতে থাকায় ফিফটির পর অবশ্য একটু রয়েসয়েই খেলছিলেন আশরাফুল। তারপরও সেঞ্চুরি পেতে ১৩৫ বল খেলতে হয় তাকে। এদিকে সোহাগ গাজীর সঙ্গে জুটিতে ১০০ রানও হয়ে গেছে, তার পরেই আউট হয়ে গেছেন গাজী। ৫৫ বলে ৬৮ রানের ইনিংসে গাজী চারটি চারের পাশাপাশি মেরেছেন পাঁচটি ছয়। আশরাফুল ২০৪ বলে ১৫০ রান করেছে, এর পরেই ইনিংস ঘোষণা করে দিয়েছে বরিশাল।

    এরপর দিনের খেলার খুব বেশি বাকি ছিল না। ১২ ওভারে ৩৪ রান তোলার পর ইনিংস ঘোষণা করে দিয়েছে ঢাকা মেট্রো।