• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    ৭ উইকেট নিয়ে খুলনায় শাহীনের ইতিহাস

    ৭ উইকেট নিয়ে খুলনায় শাহীনের ইতিহাস    

    প্রথম চার দিনের ম্যাচটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শ্রীলংকা ও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের শুরুর দিনেই একটা ইতিহাস গড়ে ফেললেন ডান হাতি পেসার শাহীন আলম। ৬২ রানে ৭ উইকেট নিয়ে যুব টেস্টে বাংলাদেশের কারও সেরা বোলিং ফিগার এখন শাহীনেরই।

    খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪৬ রানের জুটি গড়েছিলেন শ্রীলংকার দুই ওপেনার। কাহাদুওয়ারাচ্চিকে ৮ রানে ফিরিয়ে জুটি ভাঙেন শাহীন, এক ওভার পর একই ওভারে তুলে নেন আরও দুই উইকেট। এরপর ৩ উইকেট হারিয়েই ১১৫ রান তুলে ফেলেছিল শ্রীলংকা অনূর্ধ্ব ১৯ দল। নিপুনকে আউট করে জুটি ভাঙেন শাহীন, পেয়ে যান নিজের চতুর্থ উইকেট। তবে শ্রীলংকাকে পরের ওভারে বড় ধাক্কাটা দেন আশিকুর রহমান, ৭৩ রানে ফিরিয়ে দেন ভিক্রমাসিংহেকে।

    এরপর নিয়মিতই উইকেট হারাতে থাকে লংকানরা, ভেল্লালাগেকে আউট করে নিজের পঞ্চম উইকেট পান শাহীন। রাভীন ডি সিলভাকে বোল্ড করে ষষ্ঠ উইকেট পেয়েছেন শাহীন। শেষ পর্যন্ত ৭ উইকেট পেয়েছেন ৬২ রানে। যুব টেস্টে এর আগে বাংলাদেশের সেরা বোলিং ছিল রাকিবুল হাসানের ৯৩ রানে ৭ উইকেট, গত বছর সেটি করেছিলেন শ্রীলংকার বিপক্ষেই। শ্রীলংকা আজ শেষ পর্যন্ত ১৮৪ রানে অলআউট হয়েছে। ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তুলেছে বাংলাদেস অ-১৯ দল।