• লা লিগা
  • " />

     

    সৌদি আরবে স্প্যানিশ সুপারকাপের জন্য লড়বে বার্সা-রিয়াল-অ্যাটলেটিকো

    সৌদি আরবে স্প্যানিশ সুপারকাপের জন্য লড়বে বার্সা-রিয়াল-অ্যাটলেটিকো    

    ২০১৯-২০ মৌসুমের স্প্যানিশ সুপারকাপের ফিক্সচার চূড়ান্ত করেছে লা লিগা। এতদিন লা লিগা এবং কোপা ডেল রে চ্যাম্পিয়নকে নিয়ে স্প্যানিশ সুপারকাপের ম্যাচটি হলেও এবার থেকে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ২০২০ সালের ৮ জানুয়ারি প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। পরের দিন, অর্থাৎ ৯ জানুয়ারি বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। তিনটি ম্যাচই হবে সৌদি আরবে। এশিয়ায় লা লিগার প্রচার-প্রসার বৃদ্ধি করার লক্ষ্যেই এই পদক্ষেপ, জানিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। 

     

     

    স্পেনে সুপারকাপের ড্রয়ের সময় তেবাস আরও বলেছেন, "স্প্যানিশ সুপারকাপে প্রতিযোগিতা বাড়াতে এবার থেকে টুর্নামেন্টটির ফরম্যাট বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছি আমরা। নতুন ফরম্যাট অনুযায়ী কোপা ডেল রে চ্যাম্পিয়ন এবং লা লিগার শীর্ষ তিন দল লড়বে সুপারকাপের জন্য। এতদিন স্পেনেই অনুষ্ঠিত হত টুর্নামেন্টটি। কিন্তু আমরা চাই লা লিগা যেন বিশ্বের আরও অনেক ফুটবলপ্রেমীদের কাছে পৌঁছে যেতে পারে। সেজন্যই গত বছর প্রথমবারের মত স্পেনের বাইরে মরক্কোতে হয়েছিল সুপারকাপের ম্যাচ। এভাবে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তে টুর্নামেন্টটি আয়োজনের ইচ্ছা আছে আমাদের।"

    দুই সেমিফাইনাল এবং ফাইনাল- তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দা শহরের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। স্প্যানিশ সুপারকাপের ইতিহাসে সবচেয়ে সফল বার্সেলোনা; ১৩বার শিরোপা ঘরে তুলেছে তারা। স্প্যানিশ সুপারকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (১৩)। ৭ গোল নিয়ে দুইয়ে আছেন রিয়ালের রাউল গঞ্জালেজ।