বর্ণবাদী টুইটে এক ম্যাচ নিষিদ্ধ বের্নার্দো সিলভা
এই মৌসুমে প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৮-০ গোলের বড় জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বের্নার্দো সিলভা। ঐ ম্যাচের পর সতীর্থ বেঞ্জামিন মেন্ডিকে নিয়ে মজা করে এক টুইট করেছিলেন। সিলভার টুইট বর্নবাদী ছিল কি না, সে ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়েছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তদন্ত শেষে পর্তুগিজ ফুটবলারকে এক ম্যাচ নিষিদ্ধ এবং ৬০ হাজার ইউরো জরিমানা করেছে তারা। ২৩ নভেম্বর চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে সিলভাকে পাচ্ছে না সিটি।
ম্যাচ শেষে কৃষ্ণাঙ্গ এক শিশুর একটি ছবি পোস্ট করেছিলেন সিলভা। একই ছবিতে পাশে ছিল বিতর্কিত স্প্যানিশ বেকারি কোনগুইটোসের একটি কার্টুন ছবি। বর্ণবাদী প্রচারের জন্য অনেক আগে থেকেই বিতর্কের মুখে পড়েছে এই কোম্পানিটি। এই ছবিতে সিলভা ক্যাপশন দিয়েছিলেন, ‘বলুন তো এটা কে?’ যাকে নিয়ে পোস্ট, সেই মেন্ডি কিছুই মনে করেননি; উল্টো টুইটের জবাব দিয়েছিলেন হাসির ইমোজি দিয়েই। কিন্তু সমার্থকদের রোষানলে পড়ে টুইটই সরিয়ে ফেলেছিলেন সিলভা। পরে আরেকটি টুইটে সিলভা লিখেছেন, ‘আজকাল তো বন্ধুদের সাথে খানিকটা মজাও করা যায় না!'