• বঙ্গবন্ধু বিপিএল
  • " />

     

    লিখনকে দলে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জারস

    লিখনকে দলে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জারস    

    এবারের বিপিএলে নিয়ম ছিল, প্রতি দলে অন্তত একজন লেগ স্পিনার থাকতেই হবে। ড্রাফট শেষে রংপুর, কুমিল্লায় স্বীকৃত লেগ স্পিনার ছিল না। চট্টগ্রামে জিম্বাবুয়ের রায়ান বার্ল থাকলেও আজ ড্রাফটের পর লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে দলে নিল চট্টগ্রাম।

    বঙ্গবন্ধু বিপিএলে ১০ জন স্থানীয় খেলোয়াড়কে এর আগেই নাম লিখিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জারস। একাদশ খেলোয়াড় হিসেবে লিখনকে নিল তারা। পেশাদার ক্যারিয়ারের পাঁচ বছর হয়ে গেলেও বিপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি লিখন, টি-টোয়েন্টিই খেলেছেন মাত্র একটি। সেটিও আবার জাতীয় দলের হয়ে।

    এদিকে ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান পল নিক্সনকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লেস্টারশায়ারের সাবেক ক্রিকেটার পল নিক্সন কাউন্টি ক্রিকেটে জিতেছেন পাঁচটি শিরোপা। ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে ১৯ ওয়ানডের পাশাপাশি ১ টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

    ২০১১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার পর কোচিংকে পেশা হিসেবে বেছে নেন নিক্সন। সিপিএলে জ্যামাইকা তালাওয়াসকে পরপর ২ বার শিরোপা জিতিয়েছেন এই ইংলিশ কোচ। দলটির কোচিং প্যানেলে আগেই বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন আরেক ইংলিশ কবির আলি।