দেরিতে হলেও গেইলকে পাচ্ছে, নিশ্চিত করল চট্টগ্রাম
ক্রিস গেইলের বিপিএলে আসা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। দক্ষিণ আফ্রিকা থেকে গেইল বলেছিলেন, বিপিএলে খেলার ব্যাপারে কিছুই জানেন না তিনি। পরে বিপিএল ও চট্টগ্রাম চ্যালেঞ্জারস দাবি করেছে, গেইলকে আনার প্রক্রিয়ায় কোনো ভুল ছিল না। গেইলের এজেন্টের কাছ থেকে সম্মতি নিয়েই তাঁকে ড্রাফটে আনা হয়েছিল। এবার চটগ্রাম জানিয়েছে, দেরিতে হলেও বিপিএলে তাদের হয়ে মাঠে নামবেন গেইল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান বলেছেন, ‘ক্রিস গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে, বিপিএল খেলার ব্যাপারে তার কখনও আপত্তি ছিলো না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাবো না। কিন্তু, পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস।’
আপাতত জানা যাচ্ছেম, বিপিএলের শেষ তিন ম্যাচের আগে চট্টগ্রামের হয়ে নামতে পারবেন না গেইল। এরপর যদি কোয়ালিফায়ারে উঠে, তাহলে সেখানে খেলতে পারবেন। তার আগ পর্যন্ত চোটের জন্য বাইরেই থাকতে হবে। এই মাসেই ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলেও নেই গেইল।