পাঁচ হাজার টিকেট ছাড়া হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে
আর সপ্তাহখানেক পরেই শুরু বঙ্গবন্ধু বিপিএল। তবে মাঠের ক্রিকেট নয়, বিসিবির মনযোগ এখন ৮ ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সেটি উদ্বোধন করতে, এখন পর্যন্ত জমকালো অনুষ্ঠানের আয়জন করা হচ্ছে বলেই জানাচ্ছেন বিসিবির কর্তারা। তবে সাধারণ দর্শকদের জন্য দুঃসংবাদ, মাঠ থেকে সেই অনুষ্ঠান দেখার সুযোগ থাকবে একেবারেই সীমিত। বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ মিরপুরে বলেছেন, ৫ হাজার টিকেট বরাদ্দ থাকতে পারে সাধারণ দর্শকদের জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানের কাজ সরেজমিনে দেখতে আজ মিরপুরে এসেছিলেন বিসিবি সভাপতি। মাঠে মঞ্চ তৈরির কাজ এর মধ্যেই শুরু হয়ে গেছে। আসনসজ্জা নিয়ে চলছে প্রস্তুতি। নাজমুল হাসান বলেছেন, শুরুতে যেরকম ধারণা করা হয়েছিল সে পরিমাণ দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন না। মঞ্চের দুই পাশে ও পেছনে বেশ কিছু জায়গা ছাড় দিতে হয়েছে। আর পিচের যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারেও নজর রাখতে হচ্ছে আয়োজকদের। মাথায় রাখতে হচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাও। সব মিলে পাঁচ হাজারের মতো সাধারণ দর্শক খেলা দেখতে পারবেন বলে জানাচ্ছেন বিসিবি সভাপতি। আর তিন হাজার টিকিট থাকবে ক্লাব, কাউন্সিলর ও নির্বাচিত লোকদের জন্য। সব মিলে আট হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন বলে ধারণা করা হচ্ছে। মিরপুর স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজারের মতো।