ক্রিকেটারদের সংবাদমাধ্যম সামলানোর ক্ষেত্রে পেশাদারিত্বের ঘাটতি দেখেন মাশরাফি
সংবাদমাধ্যমের কোনও কিছু ক্রিকেটারদের ঝামেলা হলে সেটি এড়িয়ে যেতে বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অনেকে এসব পেশাদারিত্বের সঙ্গে অভ্যস্ত না বলেও মনে করেন তিনি।
সম্প্রতি নিজেদের ফর্ম বা খারাপ খেলার হিসেবে সরাসরিই সংবাদমাধ্যমের ওপর দোষ চাপিয়েছেন কিছু ক্রিকেটার। ভারত সফরে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বা বিপিএলের প্রথম ম্যাচে ইমরুল কায়েস বলেছেন এমন। আগেরদিন ম্যাচজেতানো ইনিংস খেলে এসে জাতীয় দলের বাজে ফর্ম নিয়ে জিজ্ঞাসা করে হলে ইমরুল বলেছিলেন, "এই আপনাদের এসব কথার পরই ফর্ম থেকে হারিয়ে যাই আমি। ফর্মে থাকতে থাকতেও হারিয়ে যাই।" মাশরাফি এসব কথাবার্তায় দেখছেন পেশাদারিত্বের ঘাটতি।
বিশ্বকাপের পর এদিনই প্রথম মাঠে ফিরেছেন মাশরাফি, ফিরেছেন সংবাদমাধ্যমের সামনেও। তবে এখানে মাশরাফি বলছেন নিজের পেশাদারি প্রয়োজনের কথাই, “পেশাদারিত্বের জায়গা থেকে যদি বলতে হয়, যখন আপনাদের মুখোমুখি হতে হবে, তখন আমাকে আসতেই হবে। আমি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ক্রিকেটে ছিলাম না, এমন না যে আপনাদের সামনে এসে কথা বলব (বলার প্রয়োজন পড়েছে)। এখন সময় এসেছে, এখন বলছি।”
আর “ভাল সম্পর্ক থাকা তো ভাল। আপনারা আপনাদের পেশা কাভার করবেন, আমি আমারটা। আর আপনাদের সাথে শুধু আমার না, আমার মনে হয় সবারই ভাল সম্পর্ক। আর আমার কাছে মনে হয়, আপনাদেরও (এসব বিষয়) ব্যক্তিগতভাবে না নেওয়া উচিত।”
তবে সংবাদমাধ্যম সম্পর্কে ক্রিকেটারদের এমন মন্তব্যের ক্ষেত্রে মাশরাফি বলছেন পেশাদারিত্বে অভিজ্ঞতার কথা, “অনেকে এভাবে সামলাতে অভ্যস্ত না। বাইরের জিনিসও অনেকে ধরে। সে যেটা করবে- ভাল খেললে আপনি লিখতে বাধ্য, খারাপ খেললে আপনি লিখতে বাধ্য। এটাকে ব্যক্তিগতভাবে না নেওয়াটাই ভাল। অনেকেই এসব পড়ে বা দেখে, সেভাবে মাথায় নিয়ে নেয়। পেশাদার জীবনে প্রয়োজন নাই এটির।
“পেশার জায়গায় আপনি আপনারটা, যে যারটা করবে- এটিই স্বাভাবিক। মিডিয়াকে দোষ দিয়ে ভাল খেলার সুযোগ কম, আবার মিডিয়াকে যদি দোষ দিতে থাকেন, মাঠের খারাপ পারফরম্যান্সের কারণে, সেক্ষেত্রে মানসিকভাবে যেটা ঝামেলা করে সেটা এড়িয়ে যাওয়াই ভাল। সব বড় ক্রিকেটারের কাছেই শুনেছি- তারা এটিই করে। পেশাদারিত্বে যার যেটি অবস্থান, সেখানে থাকাটা জরুরী। আপনি ক্রিকেটার, আপনি খেলা নিয়েই চিন্তা করেন।”
মুমিনুল-ইমরুলরা কি শুনছেন?