• সিরি আ
  • " />

     

    ৩৪ বছর বয়সে ফুটবলকে বিদায় বললেন লাভেজ্জি

    ৩৪ বছর বয়সে ফুটবলকে বিদায় বললেন লাভেজ্জি    

    ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এজিকুয়েল লাভেজ্জি। চায়নিজ ক্লাব হেবেই ফরচুন তাই হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ ক্লাব। টুইটারে নিজের অফিসিয়াল প্রোফাইল থেকেই অবসরের ব্যাপারটি নিশ্চিত করেছেন লাভেজ্জি। 



    ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লাভেজ্জি। সেবার রানার্স আপ হয়ে বিশ্বকাপ শেষ করেছিল আর্জেন্টিনা। ফাইনালসহ মোট ৬ টি ম্যাচ খেলেছিলেন লাভেজ্জি। ২০১৬ কোপা আমেরিকায় ম্যাচ চলার সময় হাত ভেঙে টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছিলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওই ম্যাচের পর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি লাভেজ্জির।

    ২০০৩ সালে এস্তুদিয়ান্তেসের হয়ে লাভেজ্জির পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল। এর পর আর্জেন্টিনারক্লাব সান লরেঞ্জো হয়ে ২০০৭ সালে ইতালির ক্লাব নাপোলিতে পাড়ি জমান লাভেজ্জি। ৫ বছর ইতালিতে কাটিয়ে লাভেজ্জি যোগ দিয়েছিলেন পিএসজিতে। আর হেবেই ফরচুনের হয়ে খেলছিলেন ২০১৭ থেকে।