• বঙ্গবন্ধু বিপিএল
  • " />

     

    টেকনিক বা বেসিক কিছু নয়, সবকিছুই পারফরম্যান্সের ওপর : লিটন দাস

    টেকনিক বা বেসিক কিছু নয়, সবকিছুই পারফরম্যান্সের ওপর : লিটন দাস    

    ‘টেকনিক বা বেসিক’ কিছু নয়, সবকিছুই পারফরম্যান্সের ওপর নির্ভর করে বলে মনে করেন জাতীয় দল ও বিপিএলে রাজশাহী রয়্যালসের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। শুধু টেকনিক বা বেসিকের জোরে তাকে কেউ দলে নেবে না, তার উপলব্ধি এমনই। ইনিংস বড় করা বা এমন কিছু নয়, বরং দলের পরিস্থিতি অনুযায়ী যা চাহিদা, সেটুকু মেটানোরই প্রত্যাশা তার। 

    বিপিএলের গত মৌসুমে খুব একটা সুবিধা করতে পারেননি লিটন, ১৪১ স্ট্রাইক রেটে ব্যাটিং করলেও ১১ ইনিংস খেলে করতে পেরেছিলেন ১৭.৪৫ গড়ে ১৯২ রান। এবার রাজশাহীর জেতা প্রথম দুই ম্যাচে রানতাড়ায় করেছেন যথাক্রমে ২৭ বলে ৩৯ ও ২৬ বলে ৪৪ রান। লিটনের শুরুটা এবার হয়েছে ভালই। 

    অবশ্য জাতীয় দলে তাকে ঘিরে জাগতে থাকা আক্ষেপ- ইনিংস বড় করতে না পারা- নিয়ে ভাবতে চান না তিনি, “বড় ইনিংসের লক্ষ্য তো সব সময়ই থাকে। (তবে) টি-টোয়েন্টি খেলাটা এমন, শুরুতে ব্যাটিং করলে একরকম পরিস্থিতি থাকে, লক্ষ্য বড় হলে এক রকম থাকে। আবার লক্ষ্য ছোট হলে পরিস্থিতি আরেক রকম থাকে। যদি সুযোগ হয় এরকম বড় ইনিংস খেলার (তো খেলব)। আমি চাচ্ছি না যে একশই মারতে হবে। দলের জন্য যেটুকু করার সেটা করতে পারলেই আমি খুশি।”

    ভারতের বিপক্ষে সফরেও লিটনের ব্যাটিং টেকনিক বা স্টাইল নিয়ে যেমন প্রশংসা হয়েছে, অসময়ে আউট হয়ে যাওয়া নিয়েও জেগেছে আক্ষেপ। লিটন বলছেন, টেকনিক তাকে দীর্ঘদিন দলে রাখতে পারবে না, “আপনি কি টেকনিক নিয়েই প্রত্যাশা করেন যে, লিটনের টেকনিক ভালো হবে প্রতি ম্যাচ খেলাব, তা তো করেন না। চিন্তা করেন পারফর্ম কবে করবে। আমিও ওই চিন্তাই করি। টেকনিক একটা জায়গায় থাকবে, পারফর্ম করাটাই মূল।”

    টেকনিকের কারণে তাকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে, লিটন মানতে চান না সেটিও, “(টেকনিকের কারণে) ‘হাই ডিমান্ডিং’- এটা ভুল কথা। কে বলেছে আপনাকে আমি ‘হাই ডিমান্ডিং’। টেকনিক, বেসিক এত কিছু না,  পারফর্ম করলে সব ঠিক। পারফর্ম না করতে পারলে আমি কি খেলবো? খেলব তো না!”

    লিটন ভাবতে চাচ্ছেন না গত আসরে কী হয়েছিল, সেটি নিয়েও, “আমি তো পেছনের জিনিস নিয়ে চিন্তাই করছি না।  আপনারাই পেছনের জিনিস নিয়ে আমাকে চিন্তা করাচ্ছেন।”

    ভারত সফরে গোলাপি বলে কলকাতা টেস্টের আগে লিটন বর্ণান্ধ (কালার ব্লাইন্ড) বলে আসা সংবাদকেও উড়িয়ে দিয়েছেন তিনি, “ভারতীয় মিডিয়া নাকি আপনারা করছেন? বিষয়টা নির্ভর করে আপনাদের ওপর, আপনারা কীভাবে নিচ্ছেন। যদি আমার বল দেখতে সমস্যা হতো, তাহলে তো প্রথম বল থেকেই খেলতে পারতাম না, এটা নির্ভর করে আপনারা কীভাবে নিয়েছেন।”

    “আমার কাছে এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে অন্য মানুষরা কীভাবে নিচ্ছে। আর আপনাদের একটা সংবাদ বা ভারতের (সংবাদমাধ্যমের) একটা সংবাদ অনেক মানুষ দেখে। বাংলাদেশের মিডিয়াকে সবাই অনুসরণ করে। যারা গ্রামে থাকে, তারা কিন্তু দেখে। এবং চিন্তা করতেই পারে, লিটন মনে হয় ‘কালার ব্লাইন্ড’। স্যরি, ‘কালার’-এ একটু সমস্যা আছে। তবে আপনারা যেভাবে খবর করবেন, সেভাবেই খবর আসবে।”