• বঙ্গবন্ধু বিপিএল
  • " />

     

    'অনাকাঙ্খিত বিষয়ে' নিজেদের অবস্থান খোলাসা করল সিলেট টিম ম্যানেজমেন্ট

    'অনাকাঙ্খিত বিষয়ে' নিজেদের অবস্থান খোলাসা করল সিলেট টিম ম্যানেজমেন্ট    

    ক্রিশমার সান্টোকির নো বল নিয়ে গত কিছুদিন ধরেই বেশ সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। সান্টোকির এমন নো বলের পর গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি ও প্রধান নির্বাহী বলেছিলেন, এটি পুরোপুরি অভ্যন্তরীণ একটি ব্যাপার। পরবর্তীতে এ নিয়ে নিজের সন্দেহের কথা বলেছিলেন সিলেটের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক তানজিল চৌধুরী। পরে অবশ্য ফেসবুকে এক বিবৃতিতে তানজিল চৌধুরী বলেছেন, তিনি টিম ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। আজ এক বিবৃতিতে সিলেটের টিম ম্যানেজমেন্টও বলেছে, তানজিল চৌধুরী ম্যানেজমেন্টের পাশেই ছিলেন, আছেন ও থাকবেন।

    ঘটনার শুরু সিলেট থান্ডারের প্রথম ম্যাচে সান্টোকির নো বল নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পট ফিক্সিংয়ের ফিসফাস উঠতে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে নিয়ে। পরে এ নিয়ে নিজের সন্দেহের কথা বলেছিলেন সিলেটের টিম ডিরেক্টর তানজিল চৌধুরী। প্রশ্ন তুলেছিলেন ম্যানেজমেন্টের সততা নিয়েও। তবে কাল প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আগের অবস্থান থেকে সরে এসেছেন তিনি। সান্টোকির নো বল যে পুরোপুরি আইসিসির দুর্নীতি কমিশনের আওতাধীন ব্যাপার ও টিম ম্যানেজমেন্টের সাথে এর সম্পর্ক নেই, সেটিও বলেছেন। টিম ম্যানেজমেন্টকে সামনে সব ধরনের সহায়তা করে যাবেন সেটিও জানিয়েছেন। 

    আজ সিলেটের পক্ষে এক সংবাদ বিবৃতিতে ম্যানেজমেন্ট বলেছে, তানজিল চৌধুরী দলের সততা নিয়ে প্রশ্ন তোলেননি কখনও। কোনো রকমের অনাকাঙ্খিত ও খেলোয়াড়ি চেতনাবিরোধী কর্মকান্ডের সঙ্গেও দলের পৃষ্ঠপোষক ও ম্যানেজমেন্টের সংশ্রব নেই, সেটিও বলেছে জোর দিয়ে। খেলোয়াড়ি চেতনা রক্ষা করার জন্য সম্ভাব্য সবকিছুই করবে বলে উল্লেখ করেছে জোর দিয়ে।