• বঙ্গবন্ধু বিপিএল
  • " />

     

    '৩৬০ ডিগ্রি' মুশফিকের প্রশংসায় উচ্ছ্বসিত খুলনা-রাজশাহীর কোচ

    '৩৬০ ডিগ্রি' মুশফিকের প্রশংসায় উচ্ছ্বসিত খুলনা-রাজশাহীর কোচ    

    এমন একটা দিনের পরও মুশফিকুর রহিমের একটু খচখচানি মনের ভেতর আজ থেকে যেতে পারে। খুলনা টাইগারসের হয়ে টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস তো খেলেছেনই, প্রথম সেঞ্চুরিরও নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে চলে গিয়েছিলেন। তবে এসবের চেয়েও বড় আক্ষেপ হবে জয় নিয়ে মাঠ ছাড়তে না পারার জন্য। দল জিতেছে বলে আফসোসটা কম হবে, তবে মুশফিক নিজেও নিশ্চয় খুব করে চাইছিলেন নিজে জয়সূচক রান নিয়ে মাঠ ছাড়তে।

    মুশফিকের অতৃপ্তি থাকতে পারে, তবে আজ নিজ দলের আর প্রতিপক্ষ দলের দুই কোচই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন খুলনা কোচ জেমস ফস্টার মুশফিককে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যানই বললেন, ‘একজন কোচ বা খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি এরকম ইনিংস আপনি ক্যারিয়ারে খুব বেশি খেলতে পারেনি। মুশি খুবই স্কিলফুল একজন খেলোয়াড়। সে জানে কীভাবে ম্যাচের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। সে বুঝেছে ওই অবস্থায় কী করতে হব্র। সে ৩৬০ ডিগ্রি খেলোয়াড় বলে তার হাতে অপশনও বেশি। সে পূর্ণাঙ্গ একটা প্যাকেজ। মিড অফ, মিড অন  থেকে শুরু করে যে কোনো জায়গায় সে খেলতে পারে। সে একই বল পেছনে বা সামনে খেলতে পারে।  ওকে বল করা আসলেই খুব কঠিন।’ মুশফিক আজ অবশ্য উইকেটের চার পাশেই শট খেলেছেন। স্কুপ করে চার মেরেছেন রাসেলকে, আবার নিজের পছন্দের স্লগ সুইপে ছয়ও মেরেছেন।

    অনুশীলনে মুশফিকের নিবেদন এমনিতেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আলাদা করে চোখে পড়ার মতো। সেটি নজর কেড়েছে ফস্টারের, ‘এটা আসলে শুধু সৌভাগ্য দিয়ে হয়নি, পুরোপুরি অনুশীলনের ব্যাপার। ওর সঙ্গে আমি এই প্রথমবার কাজ করছি। সে যেরকম পরিশ্রম করে, অনুশীলনে সে যেভাবে খাটে সেটা আমি খুব বেশি খেলোয়াড়ের মধ্যে দেখিনি। টেকনিকের ব্যাপার তো আছেই। তবে প্রতিভার সঙ্গে পরিশ্রমের একটা ব্যাপার থাকে। সেটা ওর মধ্যে পুরোপুরি আছে। ’

    ফস্টার এই ইনিংসটা তার দেখা অন্যতম সেরা হিসেবেও রায় দিয়ে ফেলছেন, ‘দারুণ একটা তাড়া ছিল আজ। মুশির আজকের ইনিংসটা টি-টোয়েন্টিতে আমার দেখা অন্যতম সেরা। বিশেষ করে আমরা শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেছিলাম, পাওয়ারপ্লেতে খুব বেশি রানও তুলতে পারেনি। এটা আসলে অসাধারণ একটা ইনিংস। এরকম একটা পরিস্থিতি থেকে জয় পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।’

    তার আগে রাজশাহী রয়্যালস কোচ ওয়াইজ শাহও উচ্ছ্বসিত প্রশংসা করে গেছেন মুশফিকের, ‘মুশফিক অবিশ্বাস্য ভালো ব্যাট করেছে। দারুণ একটা ইনিংস, কখনো প্যানিক হয়নি। যেভাবে সে ইনিংসটা বিল্ড করেছে, বিশেষ করে রাইলি রুশোকে হারানোর পরও সে যেভাবে ব্যাট করেছে সেটা আসলেই দারুণ। কখনো কখনো প্রতিপক্ষকে আপনার প্রশংসা করতেই হবে। প্রতিপক্ষ আপনার চেয়ে ভালো খেললে সেটা মেনে নিতেই হবে।’