আইপিএলের নিলাম নিয়ে ভাবেননি মুশফিক, নিজের কাজটাই করতে চান
আইপিএলের নিলামের দিন বাংলাদেশের আগ্রহ ছিল মূলত একজনকে নিয়ে। সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে নেই, মোস্তাফিজুর রহমান অনেক দিন ধরেই ছন্দে না থাকায় তার নামও সেভাবে শোনা যায়নি। তবে মুশফিকুর রহিমের প্রতি অন্তত একটি ফ্র্যাঞ্চাইজির আলাদা আগ্রহ থাকায় তাকে রাখা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত মুশফিক দল পাননি। তবে সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই। যদিও স্বীকার করেছেন, সামান্য আশা ছিল নিজের।
গত বছর আইপিএলের নিলামেও মুশফিকের নাম শোনা গিয়েছিল। এবার শুরুতে নিজের নাম উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু পরে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে নতুন একটা তালিকা করার পর সেখানে নাম থাকে মুশফিকের। দিল্লি ক্যাপিটালস তাকে নিতে পারে বলেও শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তারা নিয়েছে অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে। মুশফিককে কোনো দল নিলামে না নেওয়ায় টুইটারে বিস্ময় প্রকাশ করেছেন ধারাভাষ্যকার হর্শ ভোগলেও।
মুশফিক আজ খুলনার ম্যাচের সংবাদ সম্মেলনে আইপিএল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন, ‘দেখেন, আমি তো প্রথমে অবশ্যই চাইনি (যে নিলামে নাম থাকুক)। আমি তো ভেবেছি আমাকে নেবেই না, শুধু শুধু নাম দিয়ে কী হবে। পরে আবার যখন আমাকে ডেকেছে তখন ভাবলাম যেহেতু অনুরোধ করেছে কোনো একটা সুযোগ থাকলেও থাকতে পারে। তো হয়নি, সেটা তো আমার হাতে নেই।’
মুশফিক আপাতত নিজের কাজটাই করে যেতে চান, ‘আমার হাতে আছে নিজের কাজটা করে যাওয়া, দলের হয়ে যেন নিজের সেরা পারফরম্যান্সটা দিয়ে যেতে পারি। আর এটা হলে হবে (আইপিএলে ভালো খেলা), না হলে নেই। এটা আমার কাছে খুব একটা বড় ব্যাপার না। বাংলাদেশের হয়ে খেলার চাইতে বড় গৌরব তো আর কিছু হতে পারে না। আমি এটা কখনোই মাথায় রাখিনি। তো একটা আশা ছিল কিন্তু ওটুকুই। এখন আমার ফোকাস বিপিএলে, এখানে ভালো করার চেষ্টা করছি।’
কিন্তু সামনে কি আইপিএলের নিলাম থেকে নাম উঠিয়ে নেবেন? মুশফিক উত্তরটা সামনের জন্যই রেখে দিলেন, ‘সেটা ভবিষ্যত বলে দেবে কী হয়।’ কিন্তু কোনো দল কি আলাদা করে তার সঙ্গে যোগাযোগ করেছিল? মুশফিক বললেন, যা জানার সব সংবাদমাধ্যম থেকেই জেনেছেন তিনি, ‘আমি খুব বেশি ওরকম জানি না। আমি আপনাদের মাধ্যমেই জেনেছি, এর বাইরে আর কোনো দাবি নেই।’