• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    খেলোয়াড়দের সবচেয়ে বেশি বেতন দেয় বার্সেলোনা

    খেলোয়াড়দের সবচেয়ে বেশি বেতন দেয় বার্সেলোনা    

    লিওনেল মেসি, আঁতোয়া গ্রিযমান, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে। বার্সেলোনার স্কোয়াডে অভাব নেই বিশ্বমানের ফুটবলারদের। শিরোপা জয়ের মত আরও একদিক দিয়ে সবার চেয়ে এগিয়ে আছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২০১৯ সালে ফুটবলারদের বাৎসরিক গড় বেতনে সবার চেয়ে এগিয়ে আছে এর্নেস্তো ভালভার্দের দল। দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।

    ২০১৯ সালের বেতনস্কেল অনুযায়ী বার্সেলোনা স্কোয়াডের একজন ফুটবলার বছরে গড়ে বেতন পান ১১.৪ মিলিয়ন ইউরো করে। তবে এর মানে এই নয় যে বার্সেলোনা সব ফুটবলারের বেতন আকাশছোঁয়া। কাতালানদের হয়ে বছরে মাত্র ৬ লক্ষ ইউরো পান জাঁ-ক্লেয়ার তোদিবো। অন্যদিকে মেসির বেতন শুনলে পিলে চমকে উঠতে পারে আপনার। বছরে কাতালানদের থেকে মেসি সবমিলিয়ে পান প্রায় ৭১ মিলিয়ন ইউরো। এই মৌসুমেই ন্যু ক্যাম্পে পাড়ি জমানো গ্রিযমান পান প্রায় ৪৬ মিলিয়ন ইউরো। ৩২ বছর বয়সী সুয়ারেজের আয় প্রায় ২৩ মিলিয়ন।

    শীর্ষ ১০ দলের দুই এবং তিন-এ আছে রিয়াল এবং জুভেন্টাস। 'লস ব্লাঙ্কোস'দের স্কোয়াডের একজন ফুটবলার বছরে গড়ে বেতন পান ১০.৩ মিলিয়ন ইউরো করে। জিনেদিন জিদানের দলের হয়ে বাৎসরিক সর্বোচ্চ বেতন পান এডেন হ্যাজার্ড (৩১.২৫ মিলিয়ন ইউরো)। দুইয়ে আছেন গ্যারেথ বেল (২৮ মিলিয়ন ইউরো)। তিন-এ থাকা জুভেন্টাসের স্কোয়াডের একজন ফুটবলার বছরে গড়ে বেতন পান ৯.৪ মিলিয়ন ইউরো করে। সবচেয়ে বেশি বেতন পান ক্রিশ্চিয়ানো রোনালদো (৫৭.৪ মিলিয়ন ইউরো)। তালিকার বাকি ৭ দল বাস্কেটবলের। 

     

    পূর্ণ তালিকা

    বার্সেলোনা ১১.৪ মিলিয়ন ইউরো

    রিয়াল মাদ্রিদ ১০.৩ মিলিয়ন ইউরো

    জুভেন্টাস ৯.৪ মিলিয়ন ইউরো

    পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্স ৯.৩ মিলিয়ন ইউরো

    গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স ৯.২ মিলিয়ন ইউরো

    অরল্যান্ডো ম্যাজিক ৮.৮ মিলিয়ন ইউরো

    ওকলাহোমা সিটি থান্ডার ৮.৭ মিলিয়ন ইউরো

    ডেনভার নাগেটস ৮.৬ মিলিয়ন ইউরো

    মায়ামি হিট ৮.৬ মিলিয়ন ইউরো

    ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স ৮.৫ মিলিয়ন ইউরো