বিপিএলে পারফর্ম করা তরুণদের জাতীয় দলের ক্যাম্পে ডাকবে বিসিবি
বিপিএলে ভাল পারফর্ম করা উঠতি তরুণদের টুর্নামেন্টের পর জাতীয় দলের ক্যাম্পে ডাকতে চায় বিসিবি। হেড কোচ রাসেল ডমিঙ্গো ফিরলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এ টুর্নামেন্টের লক্ষ্যই এসব তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া- বলেছেন তিনি।
বিপিএলের এ বিশেষ সংস্করণে জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার মাহেদি হাসান চট্টগ্রাম লেগে ঢাকা প্লাটুনের হয়ে পরপর দুই ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। চট্টগ্রামের বিপক্ষে নয়ে নামা মাহেদিকে কুমিল্লার বিপক্ষে তিনে তুলে এনেছিল ঢাকা, ফিফটি করে সে আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ঝলক দেখিয়েছেন পরের ম্যাচেও। প্রথম ম্যাচে বোলিংয়েও এ টুর্নামেন্টে তখন পর্যন্ত সবচেয়ে কিপটে বোলিং করেছিলেন তিনি। এমনকি এখন পর্যন্ত কমপক্ষে ১০০ রান করা স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার।
নাজমুল বলছেন, “এবার তো লক্ষ্যই ছিল নতুনদের সুযোগ করে দেওয়া। মাহেদি হাসান- সবাই বলে অফস্পিনার- আমি দেখি তো সে ব্যাটসম্যান! তাকে ওপরে নিয়ে আসা হলো, সে ভাল করছে। টি-টোয়েন্টিতে তো এমন ক্রিকেটার লাগবে। ধারাবাহিকতা এখানে গুরুত্বপূর্ণ।”
“কোচ আসার পরে জাতীয় দলের ক্যাম্পে ডেকে দেখতে হবে এদের, গ্রুম করতে হবে। এইচপি বা অন্য কোথাও (কোনও সেট-আপে) দিলে তো হবে না।”
নাজমুল বলেছেন পেসার মেহেদি হাসান রানার কথাও। এখন পর্যন্ত এই বাঁহাতি পেসার ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন সবার ওপরে।
“রানা ভাল বোলিং করছে। এদেরকে আমাদের চোখে পড়েছে। আবার আছে হাসান মাহমুদ। ভাল গতিতে বোলিং করতে পারে- এমন শুনেছি। এগুলো তো ভাল দিক। আবার যদি দেখেন, পুরোনো যারা আছে- তামিম আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আফিফ ভাল ইনিংস খেলেছে। ওর খেলা দেখলাম। মুশফিক ভাল খেলছে। এতদিন করে নাই হয়তো, তবে লিটন শেষে এসে ভাল খেললো চট্টগ্রামে। তবে নতুন যদি ৪-৫টা পাওয়া যায়। এদেরকে নজরে এসেছে।”
টুর্নামেন্ট শুরুর আগে বিসিবি বলেছিল, প্রতি একাদশে লেগস্পিনার ও ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে এমন পেসারদের খেলানোর কথা। বিসিবি প্রেসিডেন্ট সেসবের ব্যাখ্যায় বলেছেন, “রিশাদের (হোসেন) জায়গায় (অলক) কাপালিকে খেলাচ্ছে, ভাল করছে। এখন দুজনকে খেলানোর কথা তো বলা যায় না।”
অবশ্য খুলনার লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব খেলছেন বললেও, তিনি এখন পর্যন্ত খেলেছেন দুই ম্যাচ। অবশ্য লেগস্পিনার হিসেবে বিদেশী শাহিদ আফ্রিদি, শাদাব খানদের কথাও বলেছেন তিনি। আর এ ব্যাপারে দলগুলিকে গাইডলাইন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।