• বঙ্গবন্ধু বিপিএল
  • " />

     

    'অবিক্রিত' মাশরাফি ও তার 'মূল্যহীন' পারফরম্যান্স

    'অবিক্রিত' মাশরাফি ও তার 'মূল্যহীন' পারফরম্যান্স    

    “আমি তো প্রায়ই অবিক্রিত থাকি। আমার কাছে আশা কই করে। আশা করলে তো সবার আগে আমাকে নিয়ে নিত। এটা ঠিক জানি না, (দলের) মালিকরা ভাল বলতে পারবে।” 

    মাশরাফি উত্তরটা দিলেন মজা করেই। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক তিনি, দলগুলির বাড়তি প্রত্যাশাও হয়তো থাকে তাকে ঘিরে। এবারও সবার আগে অধিনায়ক হিসেবে তার নামই ঘোষণা করেছিল ঢাকা প্লাটুন। মাশরাফি অবশ্য তেমন কিছু মনে করছেন না। মনে করিয়ে দিয়েছেন প্লেয়ারস ড্রাফটের কথা। সেখানে একেবারে শেষে গিয়ে তাকে দলে টেনেছিল ঢাকা। 

    বিশ্বকাপের পর বিপিএল দিয়েই মাঠের ক্রিকেটে ফিরেছেন মাশরাফি। ৭ ম্যাচে বোলিংয়ে নিজের সেরা দিনটা কাটালেন আজ। ১২৪ রানের সম্বল নিয়ে শুরুতে এসে টানা ৪ ওভারের স্পেল করেছেন, ১৪ রান দিয়ে নিয়েছেন লেন্ডল সিমন্সের উইকেট। অবশ্য তার বোলিং শেষ হয়ে যাওয়ার ঠিক পরের ওভারেই আবার চাপ আলগা করে ফেলেছে চট্টগ্রাম। 

    এর আগে ৬ ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন, তবে এদিন করেছেন সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং। তবে মাশরাফির কাছে এই পারফরম্যান্সের মূল্য নেই সেভাবে, “দল না জিতলে কে ভালো করলো তাতে কিছু যায় আসে না।”

    নিজের পারফরম্যান্স নিয়ে কতটা সন্তুষ্ট, এর জবাবে মাশরাফি বলছেন, “আমি নিজের পারফরম্যন্স নিয়ে আসলে ততটা ভাবছি না। সেরাটা দেওয়ার চেষ্টা করছি। অনেকদিন পর খেলছি, চেষ্টা করছি যতটা মানিয়ে নেওয়া যায়। কোনো দিন ভাল যাচ্ছে, কোনও দিন খারাপ যাচ্ছে। টি-টোয়েন্টিতে তো বলা মুশকিল এ ম্যাচে ভাল খেলব। পুরো টুর্নামেন্টটা খেললে বুঝতে পারব।”

    চট্টগ্রামে রান-উৎসবের পর ঢাকার প্রথম ম্যাচটা হয়েছে লো-স্কোরিং। শুক্রবার বলে দর্শকের কমতি ছিল না, তবে সপ্তাহের অন্য দিনগুলিতে এবারের বিপিএলে গ্যালারি থাকছে ফাঁকাই। মাশরাফি বলেই তাকে করা হলো এ নিয়েও প্রশ্ন। 

    মাশরাফি বলছেন, দর্শকরা আসলে ক্রিকেটাররা আরেকটু ‘পাম্পড-আপ’ থাকতেন, “আমার কাছে মনে হয়, চট্টগ্রামের ম্যাচগুলি খারাপ হয়নি। একটা পর্যায় পর্যন্ত দুই দলই সমান ছিল। আমরাও প্রায় ২২০ (২২১) তাড়া করে ফেলেছিলাম। 

    “আমার কাছে মনে হচ্ছে, সমর্থক বেশি আসলে আরেকটু ‘উজ্জীবিত’ হতো সবাই, টেনশন কাজ করত আরেকটু বেশি। যে জিনিসটা হয়তো করছে না। অন-ফিল্ডে অন্যান্যবারের তুলনায় খারাপ হচ্ছে না খেলা। যদিও বড় কিছু নাম নাই, তবে পেশাদারিত্বের সঙ্গে খেলা হচ্ছে, খুব একটা খারাপ হচ্ছে না।”

    টি-টোয়েন্টিতে ভাল দল বলে কিছু নেই উল্লেখ করে মাশরাফি বলেছেন, দল হিসেবে স্থানীয়দের ওপর ভরসা রেখেছেন তারা। তবে সবকিছুই নির্ভর করছে তাদের পারফরম্যান্সের ওপর।