• বঙ্গবন্ধু বিপিএল
  • " />

     

    টেস্ট ক্রিকেট মিস করছেন না আমলা

    টেস্ট ক্রিকেট মিস করছেন না আমলা    

    প্রশ্নটা করতেই হেসে ফেললেন। উত্তর দিতে অবশ্য খুব একটা সময় নিলেন না হাশিম আমলা। টেস্ট ক্রিকেটকে মিস করেন না আমলা, জবাবটা দেওয়ার সময় আসলে তার গলাও খুব একটা কাঁপল না।

    বাংলাদেশে এর আগেও কয়েক বার এসেছেন আমলা। দক্ষিণ আফ্রিকা যখন এখানে সর্বশেষ ২০১৫ সালে সিরিজ খেলে গিয়েছিল, সেই দলেও ছিলেন আমলা। সেবার দুইটি টেস্টই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছিল, সেটা নিয়ে খানিকটা মজাও করলেন আজ। তার আগে যখন ২০০৮ সালে এসেছিলেন, নিল ম্যাকেঞ্জি ও গ্রায়েম স্মিথ সেবার ৪১২ উদ্বোধনী জুটির রেকটা রেকর্ড গড়েছিলেন। আমলা আজ মজা করে বলেছেন, প্যাড পরে থাকতে থাকতে ফোসকা পড়ে গিয়েছিল পায়ে।

    এবার অবশ্য বাংলাদেশে আসার উদ্দেশ্যটা একেবারেই নতুন। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আগেই, কিছুদিন আগে কলপ্যাকে সারের হয়ে নাম লিখিয়েছেন। অন্য একটা ভূমিকায়ও কাজ করা হয়েছে, দক্ষিণ আফ্রিকার জানসি টি-টোয়েন্টি লিগে কেপ টাউন ব্লিটজের হয়ে কাজ করেছেন ব্যাটিং পরামর্শক হিসেবে। এবার খুলনা টাইগারসের হয়ে হয়ে যাচ্ছে বিপিএল অভিষেক। যদিও এর মধ্যে খেলা হয়েছে মূলত টি-টেন লিগে। আমিরাতের টি-টেনের পর কাতারের ১০ ওভারের টুর্নামেন্টেও খেলেছেন আমলা। এর পরেই খুলনা থেকে প্রস্তাব আসে, ফাঁকা সময় থেকে রাজিও হয়ে যান। আজ সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে এমন অনেক গল্পই করছিলেন।

    তবে একটু করা উত্তরটা এলো টেস্ট ক্রিকেটের প্রশ্নেই।  ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন, এরপর বিশ্বকাপও খেলেছেন। এরপর আর কোনো প্রতিযোগিতামুলক টুর্নামেন্টে খেলা হয়নি, অবসরের ঘোষণাও দিয়েছেন। টেস্ট ক্রিকেটে খেলছেন দীর্ঘদিন, ১২৪ টেস্টে ১০ হাজারের কাছাকাছি রান বলছে ২ গজে উপভোগই করতেন তিনি। নিজেও বলেছেন, ছয় বছরের শিশুর মতোই উপভোগ করতেন খেলাটা। এত লম্বা সময় ধরে খেলতে পেরে নিজেকে মনে করছেন সৌভাগ্যবানও। কিন্তু এখন আর দেশের হয়ে বিশেষ করে টেস্ট খেলাটা মিস করেন না। সেটাও বললেন সরাসরি, ‘না, টেস্ট ক্রিকেট এখন আর মিস করি না। আসলে অনেক বছরই তো খেললাম। একটা সময় মনে হয়েছে অনেক তো খেলেছি, আর কত। যা পেয়েছি, সেটার জন্য আমি খুশি ও কৃতজ্ঞ। এখন আমি চাই নিজের অভিজ্ঞতাটা ভাগাভাগি করতে। এখন নতুন কিছু করার সময়।’

    অবসরের কারণটাও আরেকটু খোলাসা করে বলেছেন, ‘একটা সময় সব আন্তর্জাতিক ক্রিকেটারই বুঝে যায় যে তার সময় শেষ হয়ে এসেছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। হয়তো আরও কয়েক বছর শারীরিক ও মানসিকভাবে নিজেকে চাঙা রেখে চালিয়ে যেতে পারতাম। কিন্তু আমি ভেবেছি সবকিছুরই তো শেষ আছে। একটা না একটা সময় তো আপনাকে থামতে হবেই। যতটা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি সেজন্য কৃতজ্ঞ। এখন আরেকটি অধ্যায়। বিপিএল খেলার সুযোগ পেয়েছি। এত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। এবার সময় এসেছে এবং এখানে আসতে পেরে ভালো লাগছে।’

     খুলনা দলে স্বদেশী রাইলি রুশো ও রবি ফ্রাইলিংককে পাচ্ছেন আমলা। মুশফিককেও দেখেছেন অনেক দিন থেকেই, কমবেশি কথাও হয়েছে। কিছু অভিজ্ঞতা তাই খুলনা অধিনায়কের সঙ্গে আগেই ভাগাভাগি হয়ে গেছে বলে জানালেন আমলা, ’১০ বছর ধরে একে অন্যের বিপক্ষে খেললে তো অনেক রকম অভিজ্ঞতা ভাগাভাগি হয়ে যায়। মুশিকে অনেক দিন ধরে দেখছি, উইকেটকপার ব্যাটসম্যানদের মধ্যে ও সম্ভবত সবচেয়ে বেশি দিন ধরে খেলছে। আশা করি ওর সঙ্গে সামনে ভালো একটা সময় কাটবে।’