• বঙ্গবন্ধু বিপিএল
  • " />

     

    বোলিং কোচ পদে বিসিবির সঙ্গে আলোচনা চলছে গিবসনের

    বোলিং কোচ পদে বিসিবির সঙ্গে আলোচনা চলছে গিবসনের    

    বাংলাদেশ জাতীয় দলের শূন্য হয়ে যাওয়া বোলিং কোচ পদে কাজ করতে আগ্রহী ওটিস গিবসন। এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক এই হেড কোচ। তরুণ পেসার বা অভিজ্ঞদের সঙ্গে কাজ করতে তার কোনো সমস্যা নেই, বলেছেন এমন। 

    দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিতে শার্ল ল্যাঙ্গাভেল্ডট বিসিবির মেয়াদ শেষের আগেই চলে যাওয়ার পর থেকে শূন্য আছে পেস বোলিং কোচের পদটি। চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হেড কোচের দায়িত্ব পালন করা গিবসন আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচিং পদে কাজ করতেও।  

    “আমি জানতাম, প্রশ্নটি আসবে", বলছেন গিবসন, "আলোচনা চলছে, অবশ্যই চলছে। এটা আমি অস্বীকার করব না। চূড়ান্ত কিছু হওয়া এখনও অনেক অনেক দূর। তবে আলোচনা চলছে।”

    ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও কাউন্টিসহ ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ ছিলেন গিবসন। তবে পেশাদার ক্রিকেটার ক্যারিয়ার শেষের পর থেকেই যুক্ত আছেন কোচিংয়ে, এই সেক্টরে বেশ হাই-প্রোফাইল কোচই তিনি। 

    দুই দফায় ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি, ২০০৭ থেকে ২০১০, এবং পরে ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত। দুই দফাতেই ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দুটি জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন- ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন দক্ষিণ আফ্রিকার দায়িত্বে। 

    দক্ষিণ আফ্রিকার টালমাটাল অবস্থার শুরুর দিকে সে দায়িত্ব চলে যায় তার। তবে আবারও জাতীয় দলের দায়িত্ব পেতে আগ্রহী তিনি, “…অবশ্যই আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।”

    বিপিএলে কাজ করা তাকে সহায়তা করবে বলেও ধারণা তার, “কিছু ক্রিকেটারকে আমি এর মধ্যেই চিনতে পেরেছি। আল-আমিন (হোসেন) আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে। আমি নিজেও ক্রিকেটার ছিলাম, তাই ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক কীভাবে গড়ে তুলতে হয়, জানা আছে আমার। এখানে এসে তাই তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই।”

    ল্যাঙ্গেভেল্ডটের আগে জাতীয় দলের পেস বোলিং কোচের পদে ছিলেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কোর্টনি ওয়ালশ। তবে বিশ্বকাপের পর তার সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি বিসিবি। এরপরই হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছিল ল্যাঙ্গেভেল্ডটকে। এছাড়াও স্পিন বোলিং কোচের পদে চুক্তিভিত্তিক নিয়োগে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।