• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফুটবলারদের উদযাপনের জন্য উইলে টাকা রেখে গেলেন নরউইচ সমর্থক

    ফুটবলারদের উদযাপনের জন্য উইলে টাকা রেখে গেলেন নরউইচ সমর্থক    

    ‘উইল’ শব্দটি শুনলে প্রথমেই মাথায় আসে পিতা-মাতার সম্পত্তির ভাই-বোনদের মাঝে ভাগবণ্টন, টাকাকড়ির জটিল হিসাব। কিন্তু নিজের উইলে প্রিয় ফুটবল ক্লাবের জন্য কিছু রেখে যাওয়ার ঘটনা হয়তো এর আগে শোনেননি আপনি। তেমনটাই ঘটেছে নরউইচ সিটির ক্ষেত্রে। গত ডিসেম্বরে মারা যাওয়ার আগে নিজের উইলে ‘ক্যানারি’দের সমর্থক ব্যারি গ্রিভস নিজ উইলে ক্লাবের ফুটবলারদের এক পাইন্ট বিয়ার খাওয়ার জন্য ১১৭ ইউরো রেখে গেছেন তিনি।

     

     

    ১৯২৬ সালে জন্মানো গ্রিভস মাত্র ১০ বছর বয়স থেকেই নরউইচ সিটির সিজন টিকেটধারী হয়ে যান। দাদা-দাদীর সাথে একসাথে খেলা দেখতে যেয়ে প্রেমে পড়েন নিজ শহরের ক্লাবের। সেই থেকে ২০১৮ পর্যন্ত মাঠে উপস্থিত থেকে খেলা দেখেছেন তিনি। সে বছর হৃদরোগে আক্রান্ত হওয়ায় এরপর থেকে আর মাঠে যাওয়া হয়নি গ্রিভসের, খেলা দেখেছেন বাড়ির টেলিভিশনে। ১৯৯২ সাল পর্যন্ত ইতিহাসের শিক্ষক ছিলেন তিনি। বাবার স্মৃতি হাতড়ে গ্রিভসের মেয়ে সারাহ বলেছেন, নরউইচের খেলা না পারতে মিস করতেন না তিনি, ‘বাবা নিজেও মাঠে যেতেন, আমাদেরও যাওয়ার উৎসাহ দিতেন। একসাথে অনেকগুলো খেলাও দেখেছি আমরা। নরউইচ নিয়ে বাবার সবচেয়ে প্রিয় স্মৃতি ১৯৫৯ সালের এফএ কাপ, যেবার তারা সেমিফাইনাল খেলেছিল।'

    'কিন্তু পেশাজনিত কারণে বাবাকে শেষ কয়েক বছর সেভাবে সঙ্গ দিতে পারিনি। তবে বাবা তার অন্য অবসরপ্রাপ্ত বন্ধুদের নিয়ে যেতেন খেলা দেখতে। ম্যাচের সময় তারা বিয়ার পান করতেন। এজন্য তিনি চাইতেন, তার রেখে যাওয়া অর্থ দিয়ে যেন তার প্রিয় দলের ফুটবলাররা বিয়ার খেতে পারেন। নরউইচ আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশই হয়ে পড়েছে অনেক আগে থেকেই।’