বিপিএল থাকছে বঙ্গবন্ধুর নামেই
বিপিএলের নাম স্থায়ীভাবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিপিএলের বিশেষ সংস্করণে নাম বদলানো হয়েছিল। তবে বিসিবি বলছে, এবার থেকে বিপিএল বঙ্গবন্ধুর নামেই করতে চান তারা।
“আজ সিদ্ধান্ত নিয়েছি, বঙ্গবন্ধু বিপিএলই থাকবে। এ বছর তো বটেই। এখনও থাকবে। আমাদের ইচ্ছা হচ্ছে, এটা স্থায়ীভাবে থাকবে। ফ্র্যাঞ্চাইজি আসলেও তাই হবে”, বলেছেন পাপন। এবারের বিপিএল আয়োজন নিয়ে বিসিবি 'ব্যাপকভাবে খুশি' বলেও জানিয়েছেন তিনি।
বিসিবির বোর্ড মিটিংয়ে জাতীয় দলের টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। এখন থেকে টেস্টে ম্যাচ ফি হবে ৬ লাখ, ওয়ানডেতে ৩ লাখ আর টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা। যার মানে আগের চেয়ে প্রায় ৫০ শতাংশ বাড়ছে ম্যাচ ফি।
এছাড়া ৩১ জানুয়ারি শেষ হতে যাওয়া জাতীয় দলের স্পন্সরের জন্য নতুনভাবে দরপত্র আহবান করার ব্যাপারে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।