হাতে ১৪টি সেলাই নিয়ে নেমেছেন মাশরাফি
শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাঁ হাতে ১৪টি সেলাই পড়েছিল তাঁর। এবারের বিপিএলে খেলা হবে কি না তা নিয়ে সংশয় ছিল। তবে মাশরাফি বিন মুর্তজা নেমে গেছেন পরের ম্যাচেই। এলিমিনেটরের বাঁচা মরার লড়াইয়ে ঢাকা প্লাটুনের হয়ে টস করতে নেমেছেন। তবে টস ভাগ্য পক্ষে যায়নি, জিতেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জারস অধিনায়ক মাহমুদউল্লাহ। টসে হেরে ব্যাট করতে নেমেছে ঢাকা।
খুলনা টাইগারসের বিপক্ষে ২০৫ রানতাড়ায় একাদশ ওভারে মাহেদি হাসানের বোলিংয়ে ড্রাইভ করেছিলেন খুলনার রাইলি রুশো, যেটি ভেসেছিল বাতাসে। কাভার ও মিড-অফের মাঝে দাঁড়িয়ে থাকা মাশরাফি বাঁদিকে লাফ দিয়েছিলেন, তবে ঠিকঠাক ধরতে পারেননি বল। সেই বলের আঘাতেই বাঁহাতের বৃদ্ধাঙ্গুলি ও অনামিকার মাঝের অংশে কেটে গেছে তার। পরে ১৪টি সেলাই লেগেছিল।
তবে আজ মাঠে নামার আগেই বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অনুশীলন করতে নামেন। পরে টসের সময় ধারাভাষ্যকারের প্রশ্নের উত্তরে বলেছেন, 'খেলতে নামলে কোনো অজুহাত দিতে চান না।'