• জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
  • " />

     

    সিলেটে সরে গেল জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে

    সিলেটে সরে গেল জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে    

    ১৫ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে। এরপর তাদের মিরপুরে একটি টেস্ট, চট্টগ্রামে তিনটি ওয়ানডের পর আবার মিরপুরে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সামান্য বদলে যাচ্ছে সেই সূচি, ওয়ানডেগুলো চট্টগ্রামে নয়, এখন থেকে হবে সিলেটে।

    ২০১৪ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর সিলেটের মাঠে টেস্ট, ওয়ানডে সবই হয়েছে। তবে ওয়ানডে এখন পর্যন্ত শুধু একটিই হয়েছে, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ এসে খেলে গিয়েছিল সিলেটে। সেবারই ওয়েস্ট ইন্ডিজ একটি টি-টোয়েন্টি খেলেছিল, এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি সেখানে। এবার জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে সেখানে। এর আগে তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

    ভেন্যু সরে গেলেও তারিখ অপরিবর্তিতই আছে। ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট শুরুর পর ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডে হবে সিলেটে। এরপর ৯ ও ১১ মার্চ হবে দুইটি টি-টোয়েন্টি। সবগুলো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে দিবারাত্রির।