• " />

     

    বার্সায় এ কীসের আলামত!

    বার্সায় এ কীসের আলামত!    

    বছরের শুরুটা কোনভাবেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। খেলোয়াড় কেনায় স্প্যানিশ জায়ান্টদের উপর ফিফার নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আদালতেও বহাল থাকার দায় কাঁধে চাপিয়ে বরখাস্ত করা হয়েছে ক্লাবটির ক্রীড়া পরিচালক আনদোনি জুবিজারেতারকে। তাঁর পথ ধরে সোমবার ক্লাব ছেড়েছেন সহকারী পরিচালক সাবেক বার্সা লিজেন্ড কার্লোস পুয়োলও। এদিকে রবিবার রাতে লা লিগার ম্যাচে রিয়েল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরে বসেছে লুইস এনরিকের দল! প্রশাসনিক কর্তাদের চেয়ার টানাটানির খবর ছাপিয়ে গণমাধ্যমে শিরোনামে তাই মেসিদের ড্রেসিং রুমে ‘অশান্তি’র গুঞ্জন!

     

    ম্যাচের প্রথমার্ধ মেসি-নেইমার-আলভেজদের সাইড বেঞ্চেই বসিয়ে রাখেন ম্যানেজার এনরিকে। খেলা শুরু হতে না হতেই জরদি আলবার আত্মঘাতী গোলে বার্সেলোনা পিছিয়ে পড়লেও তারকা খেলোয়াড়দের মাঠে নামানোর কোন ইচ্ছেই দেখা যাচ্ছিলো না বার্সা কোচের মধ্যে। দ্বিতীয়ার্ধের শুরুতে মেসি,  ৫৮ মিনিটের মাথায় নেইমার এবং আরও কিছু সময় বাদে আলভেজরা মাঠের একাদশে যোগ দিলে খেলার নিয়ন্ত্রণ অনেকটাই ফিরে পায় বার্সেলোনা। তাতে অবশ্য গোল শোধ দেয়া সম্ভব হয় নি।

     

     

     

    অতীত বলছে তারকা খেলোয়াড়দের প্রতি এনরিকের ‘অ্যালার্জি’টা নতুন নয়। সিরি আ-র ক্লাব রোমায় থাকাকালেও টট্টি, রসিদের সাথে তাঁর এমন আচরণ ছিল নিয়মিত ব্যাপার!

     

     

     

    খবরে প্রকাশ, মেসি-নেইমারদের বড়দিনের ছুটি ক্লাবের তরফেই দু’দিন বাড়িয়ে দেয়া হয়েছিল। অথচ তাঁদের অনুশীলন পর্যাপ্ত হয় নি এমন অজুহাতেই নাকি বছরের প্রথম ম্যাচের প্রথমার্ধটা মেসি-নেইমারকে বসিয়ে রাখেন বার্সা কোচ। কোচের এহেন আচরণে ক্ষুব্ধ মেসির সাথে নাকি ম্যাচশেষে ড্রেসিং রুমে কথা কাটাকাটিও হয়েছে কোচের।

     

     

     

    সে ক্ষোভের জের ধরেই কিনা সোমবার দলের সাথে অনুশীলনে যোগ দেন নি আর্জেন্টাইন সেনসেশন! খবর এখানেই শেষ নয়! ক্লাব সতীর্থরা যখন গাঁ গরম করছেন মেসি তখন ইন্সটাগ্রামে অনুসরণ করছেন চেলসি, ম্যান সিটিকে! সোমবার অনুশীলন না করায় বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে স্প্যানিশ কাপের শেষ ষোলোর লড়াইয়ে এলচের বিপক্ষেও মেসি প্রথম একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

     

     

     

    বার্সেলোনার অনেক খেলোয়াড়ই বলছেন কোচকে তাঁরা ঠিক বুঝে উঠতে পারছেন না। অভিযোগের ফিরিস্তিটা খুব ছোট নয়। এনরিকের জন্য যিনি সুপারিশ করেছিলেন সেই জুবিজারেতারই বরখাস্ত হয়ে গেছেন। ড্রেসিংরুমের ছাইচাপা অসন্তোষ উপর মহলে নাড়া দিলে ৪৪ বছর বয়সী স্প্যানিশ ম্যানেজারের কপাল পোড়াটা হয়তো সময়ের ব্যাপার হবে।