• সিরি আ
  • " />

     

    ফাঁকা মাঠে খেলবেন রোনালদো-মার্টিনেজরা

    ফাঁকা মাঠে খেলবেন রোনালদো-মার্টিনেজরা    

    করোনা ভাইরাস আতঙ্কে এই সপ্তাহে সিরি আ-র ৪টি ম্যাচ স্থগিত হয়েছিল। ইতালিতে এখন পর্যন্ত ২৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর ভেতর ৭ জন প্রাণ হারিয়েছেন। দেশটিতে তাই চলছে সতর্কাবস্থা। এর ভেতর ফুটবল পুরোপুরি বন্ধ না হলেও সিরি আর বেশ কিছু ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইতিলিয়ান এফএ। তার ভেতর  ডার্বি ডি ইতালিয়াও রয়েছে।

    মার্চের ২ তারিখ জুভেন্টাসের বিপক্ষে খেলবে ইন্টার মিলান। পয়েন্ট টেবলের অবস্থা বলছে শিরোপা নির্ধারনী ম্যাচ হয়ে যেতে পারে এটি। আর ডার্বি ডি ইতালিয়া যে ইতিহাস আর রোমাঞ্চ- তাতে ফাঁকা মাঠে ম্যাচ উৎসাহে জল ঢালার মতোই।

    জুভেন্টাস-ইন্টার মিলান বাদে সিরি আ-তে আরও ৪ টি ম্যাচ বন্ধদুয়ারে হবে আগামী সপ্তাহে। ইন্টার মিলানের ইউরোপা লিগে লুদুগোরেটসের বিপক্ষে দ্বিতীয় লেগটিও হবে ফাঁকা মাঠে। অবশ্য ইতালির বেশ কিছু শহরে এখনও করোনার প্রকোপ পড়েনি। তাই সে সব শহরে নিয়মমাফিক খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধনাত নিয়েছে ইতালি।