• জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
  • " />

     

    'আমি কি চোর'? প্রশ্ন মাশরাফির

    'আমি কি চোর'? প্রশ্ন মাশরাফির    

    গত এক দশকে যে প্রশ্নটা মাশরাফি বিন মুর্তজাকে সবচেয়ে বেশি শুনতে হয়েছে, অবসর নেবেন কবে? সম্প্রতি বিসিবি সভাপতি জিম্বাবুয়ে সিরিজ শেষে মাশরাফির অধিনায়কত্ব শেষের আভাস দেওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়েছে। মাশরাফি অবশ্য কিছুদিন আগেও বলেছেন, এখনই অবসরের ভাবনা তার মাথা নেই। তবে আত্মসম্মানের প্রশ্ন করতেই চটে গেলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

    সিলেটের সংবাদ সম্মেলনে আজ পারফরম্যান্সের সঙ্গে আত্মসম্মানের প্রশ্ন উঠতেই মাশরাফি কিছুটা ক্ষুব্ধ হয়ে সরাসরিই বললেন, ‘আত্মসম্মান বা লজ্জা… আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান… এসব আমি মেলাতে পারি না। এত জায়গায় চুরি-চামারি হচ্ছে, তাদের লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে লজ্জা লাগবে? আমি কি চোর?”

    নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনা মেনে নিচ্ছেন, কিন্তু আত্মসম্মানের প্রশ্নে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দ্ব্যর্থহীন কথা, ‘উইকেট আমি না-ই পেতে পারি। সমালোচনা আপনারা করবেন, ভক্তরা করবেই। লজ্জা পেতে হবে কেন? আমি কি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি যে আমার লজ্জা পেতে হবে? আমি পারিনি আমাকে বাদ দিয়ে দেবে। ব্যাপারটা তো সিম্পল। এখন কথা হচ্ছে, আমি লজ্জা, আত্মসম্মানবোধ কার সঙ্গে দেখাতে যাব? আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের বিপক্ষের মানুষ?’ এখন যে কেউ পারফর্ম না করতে পারে। তার যিদুই কোনো অভাব থাকে সেটআ প্রশ্ন আসতে পারে। উইকেট পাইনি, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু আত্মসম্মানবোধের কথা আসছে কেন?

    আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি ম্যাচে চাপ থাকেই। আমার ক্ষেত্রে যেটা হলে সবকিছু মিলে জিনিসটা পারফর্ম করিনি। একটা প্লেয়ারের একটা সময় আসে যখন কিছু ঠিক হয় না। আমি এখন ওই অবস্থায় আছি। ’

    আগামীকাল প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাশরাফি।