• জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
  • " />

     

    নেট সেশন : অনেক প্রত্যাবর্তনের ম্যাচে নজর মাশরাফির ওপর

    নেট সেশন : অনেক প্রত্যাবর্তনের ম্যাচে নজর মাশরাফির ওপর    

    ১ম ওয়ানডে
    বাংলাদেশ-জিম্বাবুয়ে

    কবে, কখন
    ১ মার্চ, ২০২০
    বাংলাদেশ সময় ১ টা (১৩০০)


    যেন প্রত্যাবর্তনের ম্যাচ, প্রত্যাবর্তনের সিরিজ। বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৯ মাস পর ওয়ানডেতে ফিরে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন চামু চিবাবা। ব্যক্তিগত কারণে টেস্ট ম্যাচ মিস করার পর জিম্বাবুয়ে স্কোয়াডে ফিরছেন শন উইলিয়ামস। চোট কাটিয়ে বেশ লম্বা সময় পর ফিরছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। গত বছরের জুলাইয়ের পর আবারও ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ, জিম্বাবুয়ে দুই দলই। সিলেটে ওয়ানডে ফিরছে প্রায় ১৪ মাস পর। 

    অবশ্য স্পটলাইটটা যেন মাশরাফির ওপরেই অনেকটা। অবসর-ধোঁয়াশা তাকে ঘিরে তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরেই, ওয়ানডে এসেছে বলে সেই আলোচনা এখন তুঙ্গে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি চোটের কারণে, শেষ বিপিএল দিয়ে ফিরেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। জাতীয় দল নিয়ে ভাবছেন না, কিন্তু খেলে যেতে চান- মাশরাফি বারবারই বলে এসেছেন এমন। এর মাঝে বিসিবি প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, অধিনায়ক হিসেবে এটিই হতে পারে মাশরাফির শেষ সিরিজ, এরপরই ‘নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা’ করবেন তারা। 

    অবশ্য ম্যাচের আগেরদিন অবসরের প্রসঙ্গে বেশ ক্ষীপ্র জবাবই দিয়েছেন মাশরাফি, আত্ম-সম্মানের প্রশ্নও করেছেন পালটা। প্রত্যাবর্তনের উপলক্ষ্যগুলিও তাই যেন চাপা পড়ে যাচ্ছে মাশরাফিকে ঘিরে। অবশ্য মাঠের ক্রিকেটে বাংলাদেশ ফিরছে নিজেদের সবচেয়ে প্রিয় ফরম্যাটেই। এ ফরম্যাটে সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য সুবিধার নয় তাদের। বিশ্বকাপে আশা জুগিয়েও হতাশাজনক শেষের পর শ্রীলঙ্কার সঙ্গে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। 

    জিম্বাবুয়ে বিশ্বকাপ খেলেনি, তবে শেষ সিরিজে তারাও আয়ারল্যান্ডের কাছে হয়েছে হোয়াইটওয়াশ। শেষ ওয়ানডে স্কোয়াড থেকে দুই দলেই আছে তাই বেশ কিছু পরিবর্তন। 

    মাশরাফিকে ছাপিয়ে শেষ পর্যন্ত আলো কাড়তে পারেন তারাও। 
     


    রঙ্গমঞ্চ
    সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

    চায়ের শহরে এ পর্যন্ত ওয়ানডে হয়েছে একটি, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। শেই হোপের সেঞ্চুরি পরও ১৯৮ রান তুলতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, তামিম ইকবাল ও সৌম্য সরকারের ৮০-এর ঘরের ইনিংসে বাংলাদেশ সেটি পেরিয়ে গিয়েছিল ৬৯ বল বাকি থাকতেই। শেষ বিপিএলে এ মাঠে হয়েছে ৬টি ম্যাচ। 


    যাদের ওপর চোখ

    মাহমুদউল্লাহ

    মাশরাফিকে বাদ দিলে, নজর থাকতে পারে মাহমুদউল্লাহর ওপর। জিম্বাবুয়ের বিপক্ষে ‘বিশ্রাম’-এর আদলে টেস্ট থেকে বাদ পড়েছিলেন। এটি মাশরাফির অধিনায়ক হিসেবে শেষ সিরিজ হলে নতুন অধিনায়কত্বের দৌড়ে থাকতে পারেন তিনিও। তবে তার আগে ফর্মটা ফিরে পাওয়া অবশ্য চ্যালেঞ্জ তার। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের একটিতেও পার হতে পারেননি এক অঙ্ক। 


    ব্রেন্ডন টেইলর

    টেস্টের দুই ইনিংসেই আউট হয়েছেন বাজেভাবে, জিম্বাবুয়ে হেরেছে ইনিংস ব্যবধানে। অবশ্য মাহমুদউল্লাহর মতো শেষ ওয়ানডে সিরিজটা বাজে গেছে টেইলরেরও, ৩ ইনিংস মিলিয়ে করেছিলেন ১৫ রান। 

    সম্ভাব্য একাদশ


    বাংলাদেশ
    তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অ), মোস্তাফিজুর রহমান


    জিম্বাবুয়ে
    চামু চিবাবা (অ), টিমাইসেন মারুমা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুতোমবোদজি, ডোনাল্ড টিরিপানো, এইন্সলে এন্ডলোভু, ক্রিফ এমপোফু, কার্ল মাম্বা

    সংখ্যার খেলা 

    • বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সবচেয়ে বেশি রান টেস্টের মতো ওয়ানডেতেও ব্রেন্ডন টেইলরের, ৪৯ ইনিংসে ১৩৭৭
    • ৪২ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ উইকেট মাশরাফির, সাকিব আল হাসানের (৭৪) পর দুই দলের মুখোমুখি লড়াইয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। 

    তারা বলেন 

    উইকেট আমি না-ই পেতে পারি। সমালোচনা আপনারা করবেন, ভক্তরা করবেই। লজ্জা পেতে হবে কেন? আমি কি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি যে আমার লজ্জা পেতে হবে? আমি পারিনি আমাকে বাদ দিয়ে দেবে। ব্যাপারটা তো সিম্পল। এখন কথা হচ্ছে, আমি লজ্জা, আত্মসম্মানবোধ কার সঙ্গে দেখাতে যাব? আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের বিপক্ষের মানুষ? 

    মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ অধিনায়ক