শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল পিএসএলের প্লে-অফ
মাঠের বেশির ভাগ খেলাই বন্ধ, এর মধ্যে শুধু চলছিল পাকিস্তান প্রিমিয়ার লিগ। আজ ও কাল সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল পিএসএল প্লে অফও। সব ধরনের আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এই মুহূর্তে তাই বন্ধ।
পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে বেশ আগেই। এই মুহূর্তে সেখানে প্রায় দুশর কাছাকাছি করোনা ভাইরাস আক্রান্ত ধরা পড়েছেন। এই পরিস্থিতির মধ্যেই অবশ্য চলছিল পিএসএল। সূচি কাটছাট করে ডাবল হেডারের সেমিফাইনালে নিয়ে আসা হয়েছিল। চার দিন এগিয়ে আগামীকাল হওয়ার কথা ছিল ফাইনাল। তবে এত কিছুর পরেও শেষ মুহূর্তে করোনা ভাইরাসের শংকা বেড়ে যাওয়ায় স্থগিত করতে হলো।
পিএসএলে খেলা বিদেশীরা অবশ্য এর মধ্যেই পাকিস্তান ছাড়তে শুরু করেছিলেন। শেষের দিকের ম্যাচগুলি দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজন করছিল পিসিবি। কিন্তু সংবাদ সম্মেলন বা অন্যান্য কাজের জন্যও স্টেডিয়ামে দর্শক ছাড়া কিছু ভীড় হয়। সব কিছু বিবেচনা করে পিসিবি শেষ মুহূর্তে স্থগিত করে দিয়েছে ম্যাচ। ফ্র্যাঞ্চাজিগুলোও বলেছে, দেরিতে হলেও পিসিবির এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানাচ্ছে।