• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    করোনাভাইরাস : সঙ্কট মোকাবেলায় শ্রীলঙ্কা ক্রিকেটের সহায়তা, এগিয়ে আসছেন ক্রিকেটাররাও

    করোনাভাইরাস : সঙ্কট মোকাবেলায় শ্রীলঙ্কা ক্রিকেটের সহায়তা, এগিয়ে আসছেন ক্রিকেটাররাও    

    করোনা ভাইরাস প্রতিরোধে সরকারকে প্রায় ২৫ মিলিয়ন রুপি সহায়তা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এক বিবৃতিতে তারা বলেছে, এ সহায়তা তাৎক্ষণিকভাবে হস্তান্তর করা হবে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় জাতীয় হাসপাতালকে সরঞ্জাম কিনতে অনুদান দিয়েছেন কয়েকজন শ্রীলঙ্কা ক্রিকেটার। 

    ক্রমেই ছড়িয়ে পড়া কভিড-১৯ এর আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকতে হচ্ছে সব দেশের সরকারকে। তবে এটি মোকাবেলায় ঘাটতি আছে মেডিকেল সরঞ্জামের, সেসবের জন্য প্রয়োজন পড়ছে বাড়তি তহবিল।

    জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডাটা অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত ১০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কায়, এর মাঝে ৩ জন সেরে উঠেছেন। সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা নিজেকে কোয়েরেন্টিনে রেখেছিলেন। 

    সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে যাচ্ছেন নিয়মিত। 

    এক বিবৃতিতে অনুদানের ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বলেছে, “কভিড-১৯ মহামারি মোকাবেলায় সরকারের প্রচেষ্টায় সহায়তা করতে ২৫ মিলিয়ন লঙ্কান রূপি সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ মহামারি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।

    “খুব দ্রুতই এ সহায়তা সরকারকে পৌঁছিয়ে দেওয়া হবে। 

    “চলমান এই সমস্যা বুঝতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেট আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকারকে এই সঙ্কট মোকাবেলায় সহায়তা করার জন্য।” 

    এজন্য শ্রীলঙ্কা ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে।

    বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কবলে পড়ে যেমন থমকে আছে ক্রীড়াঙ্গন, তেমনি ক্রীড়াবিদরা এগিয়ে আসছেন সহায়তায়। পর্তুগালে আইসিইউ প্রতিষ্ঠায় সহায়তা করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ১ মিলিয়ন ইউরো করে সহায়তা করেছেন লিওনেল মেসি-পেপ গার্দিওলা। 

    এদিকে নিজেদের বেতনের অর্ধেক করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ও সম্প্রতি জাতীয় দলে খেলা ২৭ জন ক্রিকেটার। এক পোস্টে তামিম ইকবাল জানিয়েছেন, টাকার অঙ্কটা করের হিসাব বাদ দিলে প্রায় ২৫ লাখের মতো।

    সবাইকে এ সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।