• লা লিগা
  • " />

     

    মেসি, টার স্টেগেন, ডি ইয়ং বাদে আর কেউই নিরাপদ নয় বার্সায়?

    মেসি, টার স্টেগেন, ডি ইয়ং বাদে আর কেউই নিরাপদ নয় বার্সায়?    

    করোনাভাইরাসের কারণে ফুটবল ক্লাবগুলোর আয়ের অধিকাংশ মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় এখন ক্লাবের কর্মচারীদের বেতন দিতে গিয়েও হাপিত্যেশ অবস্থা। এমন অবস্থায় আগামী মৌসুমের আগে গ্রীষ্মকালীন দলবদলের সময় খেলোয়াড় দলে টানতে অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছেন বার্সেলোনার কর্তাব্যক্তিরা। তাদের ধারণা, হয়ত আসন্ন দলবদলের মৌসুমে বদলে যাবে খেলোয়াড় কেনা-বেচার ধরন। আর্থিক লেনদেনের জায়গায় খেলোয়াড় অদল-বদলই হতে পারে আগামী দলবদলের বাজারের মূল থিম। আর ইএসপিএন জানাচ্ছে, এমনটা হলে লিওনেল মেসি, মার্ক আন্দ্রে টার স্টেগেন এবং ফ্রেঙ্কি ডি ইয়ং বাদে স্কোয়াডের আর কোনও খেলোয়াড়ই নিরাপদ নয়। স্কোয়াড পুনর্গঠনের জন্য নতুন তারকাদের দলে টানতে পুরনো অনেক খেলোয়াড়কে বিনিময় হিসেবে ব্যবহার করা হতে পারে আসন্ন দলবদলের বাজারে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের ফলে পছন্দের খেলোয়াড়দের দলে টানতে পারবে কিনা বার্সেলোনা এমন প্রশ্নের জবাবে সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বলেছিলেন, “অবশ্যই এবার দলবদলের বাজারে খুব বেশি অর্থ হয়ত থাকবে না, তবে আমার মনে হয় এবার খেলোয়াড় অদল-বদল অনেক বেশি দেখা যাবে।”

    আর তাই দল পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকা বার্সেলোনাও দলবদলের বাজারে এমন পন্থা নিশ্চিতভাবেই ব্যবহার করবে। আর ইএসপিএনের সূত্রমতে, এমনটা হলে দুই-তিনজন খেলোয়াড় বাদে স্কোয়াডের অন্য সব খেলোয়াড়কে দলবদলের বাজারে তুলে দিতে পারে বার্সেলোনা। বার্সেলোনার বর্তমান স্কোয়াডের বেশ কয়েকটি জায়গায় নতুন খেলোয়াড় প্রয়োজন, যেমন পিকের বদলে দীর্ঘমেয়াদে একজন সেন্টার ব্যাক সাইন করাতে চায় বার্সা। এছাড়াও একজন রাইট ব্যাক এবং শক্তপোক্ত একজন মিডফিল্ডারও প্রয়োজন তাদের। আর সম্প্রতি ইন্টার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ এবং নেইমারকে দলে আনতে পারে বার্সা, এমন খবর চাউর হয়েছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমে।

    আর এই সাইনিংগুলো সম্পন্ন করতে চাইলে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হবে বার্সেলোনার। করোনাভাইরাসের ছোবলে কাতালানদের অর্থভাণ্ডার এখন নিশ্চিতভাবেই খুব একটা ভালো অবস্থায় নেই। সেক্ষেত্রে ফিলিপে কুতিনহো, ইভান রাকিটিচ, সামুয়েল উমতিতি, জ্য ক্লেয়ার তদিবো এবং উসমান দেম্বেলেদের দলবদলের বাজারে সরাসরি অদল-বদল অথবা ‘প্লেয়ার-প্লাস-মানি’ ধরনের চুক্তিতে ছেড়ে দিতে পারে বার্সেলোনা।

    আর নেইমার বা মার্টিনেজকে যথাক্রমে পিএসজি এবং ইন্টার মিলান থেকে আনতেও ‘প্লেয়ার-প্লাস-মানি’ চুক্তি করতে পারে বার্সা। সেক্ষেত্রে ঐ দুই ক্লাবের পছন্দের খেলোয়াড়দের ছেড়ে দিতে হতে পারে বার্সেলোনাকে। যেমন আরতুরো ভিদাল, চার্লস আলেনয়া, রাকিটিচ এবং রাফিনহারা আগে থেকেই আন্তোনিও কন্তের নজরে রয়েছেন, একইভাবে পিএসজিও নেইমারের বদলে বার্সেলোনায় খেলা ফ্রেঞ্চ খেলোয়াড়দের দলে টানতে চাইতে পারে নেইমারের বদলি হিসেবে। অবশ্য ইএসপিএনের সূত্রমতে, শেষ পর্যন্ত নেইমার বা মার্টিনেজের মাঝে যেকোনো একজনকে দলে আনার জন্য বেছে নিতে পারে পারে বার্সা।