• সিরি আ
  • " />

     

    ইব্রাহিমোভিচের চোট ক্যারিয়ার বিনাশী নয়

    ইব্রাহিমোভিচের চোট ক্যারিয়ার বিনাশী নয়    

    অনুশীলনে চোট পেয়ে মাঠ ছেড়ে গেছেন ইব্রাহিমোভিচ। ৩৯ বছর বয়সী এসি মিলান স্ট্রাইকারের মৌসুম শেষ  হয়ে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল তাতে। অবশ্য ক্লাবের পক্ষ থেকে একদিন পর নিশ্চিত করা হয়েছে ইব্রাহিমোভিচের চোট ততোটা ভয়াবহ নয়। 



    সোমবার অনুশীলনে যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। ইতালিতে ক্লাবগুলো এখন পুরোদমেই অনুশীলন শুরু করেছে। কিন্তু অনুশীলনের মাঝপথে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সুইডিশ স্ট্রাইকারের গোঁড়ালির টেন্ডন কতোখানি ক্ষতিগ্রস্থ হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। পরীক্ষা নিরীক্ষার পর মিলান জানিয়েছে ইব্রাহিমোভিচের গোঁড়ালির টেন্ডন মোটেই ক্ষতিগ্রিস্থ হয়নি। তবে ঠিক কতোদিনের জন্য ইব্রাহিমোভিচকে মাঠের বাইরে থাকতে হবে সেটি নিশ্চিত জানা যায়নি।

    ইব্রাহিমোভিচ গেল ডিসেম্বরে দ্বিতীয় দফায় ৬ মাসের চুক্তিতে মিলানে যোগ দিয়েছিলেন। মার্চের ৯ তারিখ সিরি আ স্থগিতের আগ পর্যন্ত সব প্রতিযোগিতায় ১০ ম্যাচ খেলে ৪ গোলও করেছেন তিনি।

    ইতালিতে আবার  কবে খেলা শুরু হবে তা জানা যাবে এ সপ্তাহেই। বৃহস্পতিবার সরকারী আদেশ মিললেই সিরি আ-র  ফেরার দিন-তারিখ নির্ধারণ হবে। সিরি আ-র বাকি আর ১২ রাউন্ডের খেলা। সবগুলো ক্লাবই লিগ সম্পন্ন করার পক্ষে রায় দিয়েছে। আগস্টের ২০ তারিখকে লিগ শেষ করার সময়সীমা ধরে নিয়ে এগুচ্ছে সিরি আ। এরপর সেপ্টেম্বরেই আবার নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে ইতালিতে।