• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    করোনা ভাইরাসের জন্য ইংল্যান্ড যাচ্ছেন না হেটমেয়ার, পলরা

    করোনা ভাইরাসের জন্য ইংল্যান্ড যাচ্ছেন না হেটমেয়ার, পলরা    

    গতকাল মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ টেস্ট সিরিজের সূচি নিশ্চিত করেছিল ইংল্যান্ড। যুক্তরাজ্য সরকারের অনুমতি-সাপেক্ষে ৮ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মাঝে দর্শকশূন্য মাঠে এই তিনটি ম্যাচ হওয়ার কথা। গত মার্চ থেকে স্থবির ক্রিকেট দুনিয়া আবারও সরব হবে এই সিরিজ দিয়ে এটাই সংশ্লিষ্টদের আশা। তবে সেই সিরিজের জন্য ইংল্যান্ড সফর করতে আনুষ্ঠানিকভাবে অস্বীকৃতি জানিয়েছেন তারকা ব্যাটসম্যান শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো এবং অলরাউন্ডার কিমো পল। আনুষ্ঠানিকভাবে কারণ না বললেও করোনা ভাইরাসের জন্য বলেই ধরে নেওয়া হচ্ছে। ক্যারিবিয়ানে ইংল্যান্ডের চেয়ে করোনার প্রকোপ এখন পর্যন্ত অনেক কম।

     


    বুধবার সেই সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে। আর ১১ জোন খেলোয়াড়কে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। স্কোয়াড ঘোষণা নিয়ে দেওয়া বিবৃতিতেই ৩ ক্রিকেটারের সফরে অনাগ্রহ দেখানোর বিষয়টি জানানো হয়েছে, “শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো এবং কিমো পল ইংল্যান্ড সফর করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে তাদের সিদ্ধান্তের বিষয়টিতে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে। পরবর্তী কোনও সিরিজে দল ঘোষণার ক্ষেত্রে ক্রিকেটারদের এই সিদ্ধান্তের কোনও প্রভাব থাকবে না। যুক্তরাজ্য সরকারের চূড়ান্ত অনুমতি-সাপেক্ষে দল আগামী ৮ জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করব।”

     

    ইংল্যান্ডের বিপক্ষে ৩-টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

    জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, নক্রুমা বনার, ক্রেইগ ব্রাথওয়েইট, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, শেন ডাউরিচ, চেমার হোল্ডার, শেই হোপ, আলজারি জোসেফ, রেমন রেইফার, কেমার রোচ

    ১১ জনের রিজার্ভ স্কোয়াড

    সুনিল আমব্রিস, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কিওন হার্ডিং, কাইল মায়ার্স, প্রেস্টন ম্যাকসুইন, মারকুইনো মিন্ডলে, শেন মোসেলে, অ্যান্ডারসন ফিলিপ, ওশেন থমাস, জোমেল ওয়ারিকান