• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফাঁকা মাঠে 'হোম অ্যাডভান্টেজের' জন্য 'ফ্যান ওয়াল' করল স্পার্স

    ফাঁকা মাঠে 'হোম অ্যাডভান্টেজের' জন্য 'ফ্যান ওয়াল' করল স্পার্স    

    এতোদিন সমর্থকেরা মাঠে এসে প্রিয় দলকে সমর্থন যুগিয়ে গেছেন। করোনা ভাইরাসের জন্য এখন গ্যালারিতে দর্শক নেই, স্বাভাবিকভাবেই ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাটা সেভাবে পাচ্ছে না ক্লাবগুলো। তবে ‘হোম অ্যাডভান্টেজ’ কাজে লাগানোর জন্য একটা উপায় বের করেছে টটেনহাম। এতোদিন সমর্থকেরা মাঠে এসে খেলোয়াড়দের দেখেছেন, এবার খেলোয়াড়েরা খেলার সময় বড় পর্দায় সমর্থকদের দেখতে পাবেন।

    সিটি-আর্সেনাল ম্যাচ দিয়ে বুধ বার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। শুক্রবার টটেনহাম মুখোমুখি হচ্ছে ম্যান ইউনাইটেডের, সেই ম্যাচটা স্বাভাবিকভাবেই হচ্ছে রুদ্ধদ্বার। তবে বাসা থেকে দর্শকদের খেলা দেখার, তাদের প্রতিক্রিয়ার লাইভ স্ট্রিম সরাসরি দেখানো হবে মাঠের বড়পর্দায়। সেজন্য প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে বিশেষ একটি ফ্যান ওয়ালের ব্যবস্থা করছে স্পারস। মাঠে নিজেদের দেখানোর সৌভাগ্য অবশ্য সব সমর্থকের হবে না। সিজন টিকিটধারী ও ক্লাবের বিশেষ ফ্যানদের অগ্রাধিকার দেওয়া হবে। আর প্রতিযোগিতা জিতেও এই লাইভ ওয়ালে অংশ নেওয়ার সুযোগ থাকছে। তবে মাঠে এই পর্দার শুধু ভিডিও দেখানো হবে, কোনো অডিও থাকছে না। যদিও সমর্থকেরা ঘরে বসে ব্যাকগ্রাউন্ডে ধারাভাষ্যের সঙ্গে দর্শকদের কৃত্রিম শব্দও শুনতে পাবেন।

    এই মুহূর্তে লিগে আট নম্বরে আছে টটেনহাম। তাদের চেয়ে চার পয়েন্ট বেশি ইউনাইটেডের, তারা আছে পাঁচে।