• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ভের্নারকে দলে নিল চেলসি

    ভের্নারকে দলে নিল চেলসি    

    ব্রিটিশ সংবাদমাধ্যম খবরটা আগেই দিয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণার ছিল অপেক্ষা। সেটিও এসে গেল। লাইপজিগ থেকে ৪৭.৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছেন জার্মান স্ট্রাইকার টিমো ভের্নার। বুন্দেসলিগার এই মৌসুমটা লাইপজিগে খেলে জুলাই থেকে ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার যোগ দেবেন নতুন ক্লাবে।

    লিভারপুলের সাথেই শুরুতে কথা এগুচ্ছিল ভের্নারের। কিন্তু চেলসি চলে আসে সামনে, ভের্নারের রিলিজ ক্লজটা তারা কার্যকর করেছে বলেই জানা গিয়েছিল। চেলসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, পাঁচ বছরের জন্য এই জার্মান স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে তারা। এই মৌসুমে এটি ফ্রাংক ল্যাম্পার্ডের দ্বিতীয় সাইনিং, এর আগে আয়াক্স থেকে দলে নিয়েছিলেন হাকিম জিয়েখকে।

    এই মৌসুমে লাইপজিগের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ভের্নার। এখন পর্যন্ত লিগে ২৬ গোল হয়ে গেছে তার। সর্বশেষ বুন্দেসলিগায় কোনো জার্মান স্ট্রাইকার এত মৌসুমে এত গোল করেছিলেন ২০১১-১২তে, করেছিলেন মারিও গোমেজ।