• লা লিগা
  • " />

     

    রেলিগেশন বাঁচাতে মরিয়া এস্পানিওল কোচ বরখাস্ত করলো তৃতীয়বার

    রেলিগেশন বাঁচাতে মরিয়া এস্পানিওল কোচ বরখাস্ত করলো তৃতীয়বার    

    এস্পানিওলের সমস্যা ঘনীভূত হচ্ছে আরও। লা লিগার পয়েন্ট টেবিলের ২০ নম্বরে একেবারে আসন গেড়ে বসেছে কাতালান ক্লাবটি। লিগের শেষ পথে এসে রেলিগেশন বাঁচাতে মরিয়া এস্পানিওল আরও একবার কোচ বরখাস্ত করেছে। আবেলরাদো ফার্নান্দেজকে সরিয়ে নতুন কোচ হিসেবে এস্পানিওল নিয়োগ দিয়েছে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ফ্রাঞ্চিস্কো রুফেতেকে।

    রুফেতে এস্পানিওলের এই মৌসুমে চতুর্থ কোচ হয়ে আসছেন এস্পানিওলের ডাগ আউটে। যাওয়া-আসার খেলায় অক্টোবরে বরখাস্ত হয়েছিলেন ডেভিড গালেগো। তার অধীনে  এরপর পাবলো মাকিন এসে দেড় মাসও টিকতে পারেননি। আবেলরাদো ডিসেম্বরে দলের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিলেন। কিন্তু এরপরের ১৩ ম্যাচে এস্পানিওল পেয়েছে মাত্র ১৪ পয়েন্ট। সবশেষ রিয়াল বেটিসের কাছে ১-০ তে হারের পর শনিবার আবেলরাদোকে বরখাস্তের কথা জানিয়েছে এস্পানিওল।

    গতবার স্প্যানিশ কোচ রুবির অধীনে লা লিগায় সপ্তম হয়ে শেষ করেছিল লা লিগার ঐতিহ্যবাহী ক্লাবটি। রুবি ম্নৌসুম শেষে যোগ দিয়েছিলেন বেটিসে। তার দলের কাছে হেরেই মৌসুমে চতুর্থবারের মতো কোচ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে এস্পানিওল। 

    নতুন কোচ রুফেতের অধীনে ২৯ জুন এস্পানিওল প্রথম ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। লিগের ৭ ম্যাচ বাকি থাকতে এস্পানিওলের পয়েন্ট ২৪। ৩১ ম্যাচে এখন পর্যন্ত মাত্র ৫ বার জয়ের মুখ দেখেছে এস্পানিওল। এই সময়ে মাত্র একবার রেলিগেশন জোনের বাইরে অবস্থান করেছিল তারা, তাও চতুর্থ গেম উইক শেষে।

    এস্পানিওল সবশেষ দ্বিতীয় স্তরে নেমে গিয়েছিল ২৬ বছর আগে। নাটকীয় কিছু না ঘটলে এবারও সেই পথেই এগুচ্ছে তারা। তাতে লা লিগায় বার্সেলোনা-এস্পানিওলের কাতালান ডার্বির ফিক্সচারটিও বাদ পড়ার শঙ্কা জেগেছে।